শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

আলোচনা সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত শ্রীনগর ঝুমুর সিনেমা হলের সামনে উপজেলা যুবলীগের উদ্যোগে এ কমর্সূচি পালিত হয়।

শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাকসুদ আলম ডাবলু প্রমুখ।

গণভোজ

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামবাসীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, আলোচনা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চক্রধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ভিপি মো. সামসুল আলম ভ‚ঞা রাখিল।

ভ্যান বিতরণ

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে শনিবার সকালে সমাজের দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে পায়ে চালিত ১৩ টি ভ্যান বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অথার্য়নে নবারুন এক্য সংঘের বাস্তবায়নে বিতরণ করা হয়।

নবারুন ঐক্য সংঘের সভাপতি আহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কমর্কতার্ সুবীর পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব, সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম, নিবার্হী পরিচালক তানিয়া পারভিন প্রমুখ।

শোক র‌্যালি

ল²ীপুর প্রতিনিধি

ল²ীপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবাষির্কী উপলক্ষে শুক্রবার বিকালে শোক র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা ছাত্রলীগ। শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে র‌্যালি শুরু করে শহর প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিকম বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়, এম এ মমিন পাটওয়ারী, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুললাহ আল নোমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামামল রিপন প্রমুখ।

চাল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নে শনিবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজমুল হুদা। এ সময় ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাদশা, জাকির হোসেন ও সংরক্ষিত মহিলা এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় থানা চত্বরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাকের্ল) জাহাঙ্গীর আলম, এএসপি (প্রবি) নাসরিন আক্তার।

ফুটবল টুনাের্মন্ট

দুপচঁাচিয়া (বগুড়া) সংবাদদাতা

দুপচঁাচিয়ার তালোড়ায় মুরগির খামারিদের ফুটবল টুনাের্মন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল টুনাের্মন্ট অনুষ্ঠিত হয়। আমান ফিড লি. এর আয়োজনে ও ভাই বোন ট্রেডাসর্ এর সহযোগিতায় এ টুনাের্মন্টের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন আমান ফিড লি. বগুড়ার আঞ্চলিক ম্যানেজার কৃষিবিদ দলিলুর রহমান লিটন, অ্যাসিস্টেন্ট ম্যানেজার আনোয়ার সাদাত রাসেল, পৌর কাউন্সিলর সাবু প্রাং, ভাই বোন ট্রেডাসের্র টিম ম্যানেজার আব্দুল হান্নান, ম্যানেজার আবু সাঈদ সোহেল।

চাল বিতরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়া সোনাতলায় পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে অসহায় গরিব দুঃখি পরিবারের মাঝে সরকার থেকে বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল বিতরণ করেন বগুড়ার-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এমপি।

এ সময় তার সফঙ্গ উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শফিকুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ মোঃ জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ শরিফুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।

দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল শনিবার গাজীপুর সিটি কপোের্রশনের ৫২নং ওয়াডর্ গুশলিয়া, আন্দারুল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল উদযাপন কমিটির আহŸায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জালাল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়াডর্ কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, ৫১ নম্বর ওয়াডর্ কাউন্সিলর আমজাদ হোসেন, ৫৪ নম্বর ওয়াডর্ কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা হাজী মো. ইয়াসিন, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মনির হোসেন প্রমুখ।

উদ্বোধন

নওগঁা প্রতিনিধি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগঁা জেলা ইউনিট কমান্ডের কমপ্লেক্স ভবন নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কমপ্লেক্স ভবন নিমার্ণ কাজের উদ্বোধন করেন নওগঁা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগঁা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহŸায়ক ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, নওগঁা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, গণপূতর্ বিভাগের নিবার্হী প্রকৌশলী ওসমান গণি প্রমুখ।

কারাদÐ

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে শনিবার সকালে দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ওইদিন সকালে পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের (রায়পুর) হেলালের পরিত্যক্ত পোল্ট্রি খামারের ভেতর থেকে তাদের আটক করে ঘটনাস্থলেই আদালত বসিয়ে এ দÐ প্রদান করেন। তারা হলেন- তুষার (১৯) ও রমজান আলী (২১) । তুষার ও রমজান দক্ষিণ কামারগ্রামের হবিবুর রহমান ও বাবর আলীর ছেলে।

উদ্বোধন

দাকোপ (খুলনা) সংবাদদাতা

খুলনার দাকোপ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন, জেলা সহকারী কৃষি অফিসার পংকোজ কান্তি মজুমদার, চালনা পৌর মেয়র সনদ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মÐল।

প্রতিবাদ সমাবেশ

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ হাকিমপুর (হিলি) পৌর শাখা কমিটি এর আয়োজন করেন। হিলি খাদ্যগুদাম মোড়ে কমিটির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুনের সঞ্চালনায় ও নুরুল হোসেন ডবিøউর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি শিবলী সাদিক, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কামাল হোসেন রাজ, আ’লীগ নেতা হোসরাব হোসেন মল্লিক প্রতাব, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, শাহিনুর রেজা শাহিন, অ্যাডভোকেট কবির উদ্দিন মÐল প্রমুখ।

চাল বিতরণ

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়ন পরিষদে শনিবার ১৪৮টি অসহায় দুস্থ ও গরিব পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার বাবুল, ইউপি সচিব মনিরুজ্জামান, উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি মিজানুর রহমান, ইউপি সদস্য স্বপন, জাহাঙ্গীর আলম জুয়েল রানা, মহিলা মেম্বার শাহনাজ, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

মতবিনিময়

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বানারীপাড়ায় এনজিও আরপিডিএসের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরপিডিএসের নিবার্হী পরিচালক আশিকুল ইসলাম আজাদ (সিআইপি), চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহবুব, পরিচালক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান আশরাফী, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, এরিয়া ম্যানেজার রতন মৈত্র প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8482 and publish = 1 order by id desc limit 3' at line 1