logo
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৫

  অনলাইন ডেস্ক    ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০  

সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু

সিলেট অফিস

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, গোয়াইনঘাটের জাফলংসহ অন্য সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।

সিলেট জেলায় এ ধর্মঘট ডেকেছে সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার ভোর ৬টা থেকে পূর্বঘোষিত ধর্মঘট শুরু হয়। এতে নগরীসহ জেলার কোথাও পণ্যপরিবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়নি। সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়ক, সিলেট-তামাবিল মহাসড়কসহ সব সড়কে ট্রাক চলাচল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট করছে।

ধর্মঘটের কারণে সকালে সবজিবাহী কোনো ট্রাকও সিলেটে প্রবেশ করেনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে