বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ২৬ জানুয়ারি ২০২০, ১০:৫৭

আঞ্চলিক ইজতেমা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আগামী ৬, ৭ ও ৮ ফেব্রম্নয়ারি উত্তরাঞ্চলের নীলফামারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা সদরের দারোয়ানি টেক্সটাইল মিলস-সংলগ্ন বিশাল কলোনি মাঠে প্রস্ততিমূলক কাজ শুরু হয়েছে।

ইজতেমার মাঠ প্রস্তুত করতে চলছে খুঁটি পোঁতা, রাস্তাঘাট মেরামত, মাঠ সমতল করা, বিদু্যৎ লাইন টানা, পানির লাইন স্থাপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। মুখে আলস্নাহর জিকির তুলে আর যে যতটুকু পারছেন সেভাবেই কাজে সহযোগিতা করছেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে এভাবেই স্বেচ্ছাশ্রমে বিশাল ইজতেমা ময়দান প্রস্তুত করছেন শত শত তাবলিগ জামাতের কর্মীরা।

সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে শনিবার মাদকবিরোধী এক বর্ণাঢ্যর্ যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, মোস্তফা কামাল সরকার।

উৎসব উদ্বোধন

সাভার প্রতিনিধি

সাভারে জাগরণী থিয়েটারের ২৫ বর্ষপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী আন্তর্জাতিক থিয়েটার উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাতে সাভারের পার্বতীনগর এলাকায় নয় দিনব্যাপী এ থিয়েটার উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

ফাইনাল খেলা

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা

দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকার খাড়িয়া নিশিন্দারা মাদকবিরোধী তরুণ যুব সমাজের উদ্যোগে গত শুক্রবার বিকালে খাড়িয়া নিশিন্দারা দক্ষিণ মাদ্রাসা মাঠে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তালোড়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল।

ক্লাস শুরু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের (স্নাতক) ক্লাস রোববার থেকে শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিসসূত্রে, গত ৪-৬ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৮টি অনুষদের অধীনে মোট ৩৪টি বিভাগে ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে ৩য় অপেক্ষমাণ তালিকার ভর্তি প্রক্রিয়া এখনো চলছে।

প্রশিক্ষণ উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা জেলার কলমাকান্দা স্বাস্থ্য কমপ্রেক্স মিলনায়তনে শনিবার ওয়াল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের অনলাইন রির্পোটিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আল-মামুন ওই প্রশিক্ষণে সভাপতিত্ব ও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আল-মামুন, প্রেসক্লাব সম্পাদক সিনিয়ন সাংবাদিক মো. ফখরুল আলম খসরু।

দোয়া ও মিলাদ

কমলনগর (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

লক্ষ্ণীপুরের কমলনগরে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী। দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল সাইয়ে্যদ মাহবুব ইজ্জুদিন তাহেরী জাবেরি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন।

পোশাক প্রদান

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন ঈমাম উলামা ঐক্য পরিষদ ও মরহুম আলী আকবর খান স্মৃতি বৃত্তি প্রকল্পের উদ্যোগে জামুর্কী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার ৪১ জন হিফজ সমাপনী ছাত্র নতুন কোরআনে হাফেজকে সংবর্ধনা ও পোশাক প্রদান করা হয়েছে। শনিবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ধোলেরচর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আ. আজিজ সাহেব।

শোক সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার কৃতী সন্তান, মুক্তিযোদ্ধা, ফখরুল ইসলাম মানিকের স্মরণ সভা শুক্রবার সন্ধ্যায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। বোদা একুশ স্মৃতি পাঠাগারারে আয়োজনে এতে সভাপতিত্ব করেন বোদা মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86020 and publish = 1 order by id desc limit 3' at line 1