শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ওষুধ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার সাত উপ-স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে এই ওষুধ বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে ডা. আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহাগ প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওয়ারেজ নাইম, ওসি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবলীগের সম্পাদক শাহ আলম, জাসদের মিজানুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী-টিটু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাট সদর সংবাদদাতা

বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক দেব প্রসাদ পাল, অধ্যাপক চৌধরী আব্দুর রব, অধ্যাপক বিষ্ণুপ্রিয়া সাহা প্রমুখ।

অভিনন্দন জ্ঞাপন

বিরল (দিনাজপুর) সংবাদদাতা

বিরলের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। তৃতীয়বারের মতো বিদ্যালয়টি শ্রেষ্ঠত্ব ধরে রাখায় বিদ্যালয় পরিচালনা কমিটিসহ বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

ডেস্ক পরিচালনা

বাগেরহাট সদর সংবাদদাতা

বাগেরহাটে সদর হাসপাতালে ইয়েসের ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের ইয়েস গ্রম্নপ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করা হয়।

বই উৎসব

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টারের আয়োজনে বুধবার দিনব্যাপী ৬৩ শিক্ষকদের মানসম্মত শিক্ষা বাস্তবায়নের জন্য বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়। ডোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসবে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম।

সংবর্ধনা প্রদান

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়া মৎস্য আড়ৎ ও ব্যবসায়ী সমিতির আয়োজনে পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

বিদায় সংবর্ধনা

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার সম্প্রতি দুদক উপ-পরিচালক পদে ঢাকায় বদলি হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, ওসি আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া প্রমুখ।

বইমেলা উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বইমেলা উদ্বোধন করেন কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। মেলায় ইউএনও শামীম আরা নিপার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদ উলস্নাহ, প্রফেসর ড. অলীউল আলম প্রমুখ।

আলোচনা সভা

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুন্ডে জরায়ু ও বেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্যোগে উপজেলা হলরুম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যক্ষ প্রফেসর ডা. শামীম হাসানের সভাপতিত্বে ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুননেসা রুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সীতাকুন্ড উপজেলা স্বা:ও প:কর্মকর্তা ডা. নূরউদ্দীন রাশেদ প্রমুখ।

, সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89395 and publish = 1 order by id desc limit 3' at line 1