মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

প্রকল্প উদ্বোধন

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির রুপসা পদ্মা নদীর কোলে মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পদ্মা নদীর কোলে ১০০ একর জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন ধরনের মৎস্য চাষের স্থানীয় মৎস্যজীবীদের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল ১১টায় ১৬০০ কেজি মাছ ছাড়া হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আবুল হোসেন দেওয়ান, যুবলীগ নেতা হাফিজুর রহমান লাল্টু, মো. মোশারফ হোসেন, ইউপি সদস্য মাসুদ মন্ডল, ইদু মন্ডল, শুকুর আলী, আহম্মদ ও গঙ্গানন্দপুর মৎস্যজীবী সমিতির সভানেত্রী দিপালী বিশ্বাস প্রমুখ।

প্রশিক্ষণ শুরু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতা নিরসনে যুবক্লাব সদস্যদের জীবন দক্ষতা উন্নয়ন শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শনিবার থেকে পৌর এলাকার ভরামুহুরীস্থ সার্ভ ট্রেনিং সেন্টারে শুরু করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নোঙর চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে, স্থানীয় যুবক্লাব সদস্যদের কে জীবনদক্ষতা শিক্ষা শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন পুরুষ ও ৪ জন মহিলা স্থানীয় যুবক্লাব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি আগামী সোমবার শেষ হবে।

ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী, প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মো. মাসুদার রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি শিক্ষা তহবিল থেকে রোববার বেলা ১২টার দিকে কৃষকদের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আল আনছারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন।

গুণীজন সংবর্ধনা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে বইমেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কোর্টচর মাঠে শনিবার তিনদিনব্যাপী বইমেলা শেষে রাতে ৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আ. জব্বার, অবসরপ্রাপ্ত মাধ্যমিক স্কুল পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ, গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সৈয়দ উদ্দিন মিয়া, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক নির্মল কুমার কুন্ডু ও উপজেলার প্রথম স্নাতক ডিগ্রি অর্জনকারী নারী জহুরা খাতুন।

মিলনমেলা

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে আ'লীগের নেতা কর্মীদের মিলনমেলা ঘটে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। উপজেলা আ'লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, নাহার আহম্মদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট

গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির গুইমারার বড়পিলাক বাজারে স্থানীয় ক্রীড়া সংগঠন জেপি লায়ন্স ক্লাবের উদ্যোগে লায়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর ইউনিয়ন চেয়ারম্যান মেমং মারমার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী মেম্বার। বিশেষ অতিথি ছিলেন ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।

অবহিতকরণ কর্মশালা

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

বেবার মনোহরদীতে সার্বক্ষণিক নরমাল ডেলিভারি সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে কর্মশালায় বক্তব্য রাখেন উপ-পরিচালক ডা. তৃপ্তি পাল, উপ-পরিচালক অরবিন্দ দত্ত ও সহ-পরিচালক ডা. ওবায়দুল করিম খান। ইউএনও শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ ও আফরোজা সুলতানা রুবি প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের চিলমারীতে ফ্রেন্ডশিপের জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় চিলমারী ইউপি সভাকক্ষে কর্মশালায় ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহযোগিতায় ও ফ্রেন্ডশিপ বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান গয়ছল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, ফ্রেন্ডশিপ রিজিওনাল কো অর্ডিনেটর সাখাওয়াত হোসেন, প্রজেক্ট অফিসার শিক্ষা গোলাম আজম প্রমুখ।

খাজনা ঘোষণা

দাকোপ (খুলনা) সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ'র সৌজন্যে আবারও খুলনার দাকোপের বানিশান্তা বাজারের খাজনা উন্মুক্ত ঘোষণা করেছে স্থানীয় এক সমাজসেবক। ফলে বাজারের ব্যবসায়ীরা আরও এক বছর খাজনা দেয়ার হাত থেকে রক্ষা পেলেন। বাজারের ওষুধ ব্যবসায়ী ডা. উত্তম দাস জানান, বানিশান্তা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক বিনয় কৃষ্ণ সরদার ৪২ হাজার ৯শ টাকা রাজস্ব দিয়ে স্ত্রী মালতী রানী সরদারের নামে বাজারটি ইজারা নিয়ে খাজনা উন্মুক্ত ঘোষণা করেছেন।

চক্ষু চিকিৎসা

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

বিনামূল্যে প্রায় ৩ হাজার চক্ষু রোগীর চিকিৎসা প্রদান করেছে দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মামনা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। শনিবার স্থানীয় বাগডুবি হাইস্কুল মাঠে চক্ষু চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি এবং পূবালী ব্যাংকের জিএম মহি উদ্দিন। ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি ঢাকা এডিশনাল এসপি নুরুল আলম ও সৌদি আরবের ব্যবসায়ী নাছির উদ্দিন।

\হ

ভিত্তিপ্রস্তর স্থাপন

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে গোয়ালগ্রাম কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, অধ্যক্ষ সাদিকুজ্জামান, মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা আবু আফফান, হায়দার আলী ও কলেজ কমিটির সভাপতি আলাউল হক প্রমুখ।

ঢেউটিন প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেছেন দিনাজপুর-৫ এর জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। রোববার দুপুর ১২টায় উপজেলা চত্বরে, জিআর সহায়তা প্রকল্পের অধীনে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘির নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে কর্মিসভা ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সামছুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আ'লীগ নেতা রেবতী মোহন সাহা, আবু তাহের, রাজ্জাক ও জুয়েল প্রমুখ।

আলোচনা সভা

কয়রা (খুলনা) সংবাদদাতা

খুলনার কয়রায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা রোববার সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান জিএম কবি সামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান রমেশ চন্দ্র সরকার, ইউপি সদস্য মোহর আলী, মাসুদ আলী প্রমুখ।

প্রস্তুতি সভা

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের (বন্ধু-৮৬) শিক্ষার্থীদের বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যায় উপজেলা শহরের আক্তার মার্কেটে অনুষ্ঠিত হয়।

বনভোজন প্রস্তুতি কমিটির সভাপতি এফ. এম কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাকিল হাসান, উত্তম কুমার দাস, খোরশিদ জাহান পপি, সানজিদা আক্তার, তাহের জামিল বাবুল, সেলিম হোসেন, হাসানুজ্জামান শাহীন, গোলাম সারোয়ার প্রমুখ।

মাইকিং অনুষ্ঠিত

কয়রা (খুলনা) সংবাদদাতা

খুলনার কয়রায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয় করন (২য়পর্যায়) প্রকল্পের আওতায় মাইকিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ২নং বাগালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার উপর মাইকিং অনুষ্ঠিত হয়।

আউটলেট উদ্বোধন

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এজেন্ট আউটলেট রোববার সকালে উদ্বোধন করা হয়েছে। পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান। ব্যবসায়ী বাবুল আহমদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ইউসিবির সিলেট রিজিওনাল হেড আমিনুল হক চৌধুরী, কুলাউড়া শাখার ম্যানেজার আবুল ফাত্তাহ চৌধুরী, আলী আমজাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির, সিরাজনগর চা বাগানের ম্যানেজার শামীম আহমদ চৌধুরী, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, বিএনপি নেতা আকদ্দছ আলী মাস্টার, ফ্রান্স প্রবাসী মোহাম্মদ নায়িমুল ইসলাম চৌধুরী শাকিল, রবিরবাজার আউটলেটের স্বত্বাধিকারী নাজিরুল ইসলাম চৌধুরী সায়েম প্রমুখ।

শাখা উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাষানী মার্কেটে রোববার দুপুরে জনতা ব্যাংক লিমিটেড রামপুর বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ এফএফ। উপস্থিত ছিলেন বলস্না ইউপি চেয়াম্যান চাঁন মাহমুদ পাকির, রামপুর ভাসানী মার্কেটের শিল্প ও বণিক সমিতির সভাপতি সেকান্দার আলী প্রমুখ।

বিপির জন্মদিন

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা স্কাউট কমিটির আয়োজনে স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের (বি.পি) জন্মদিন পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরে সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাফিকুল ইসলাম, মোগরপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সরকারি বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের কমিশনার দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ইউনিট লিডার আ. মোন্নাফ, স্কাউট লিডার হাফিজুর রহমান (মিলন), সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন প্রধান প্রমুখ।

ক্রিকেট লিগ

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় ১২টি দলের অংশগ্রহণে দ্বিতীয়বারের মত কুলাউড়া ক্রিকেট লিগের (কেসিএল) উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় পৌরশহরের আলালপুরস্থ সোনার বাংলা যুবসংঘ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক মুহিব আলীর সভাপতিত্বে ও কেসিএল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।

আলোচনা সভা

রূপসা (খুলনা) সংবাদদাতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আ. মজিদ ফকির, সাবেক প্রধান শিক্ষক বাকির হোসেন বাবু, সরদার আ. জলিল, ক্লাবের সহসভাপতি এম মুরশিদ আলী, বেনজির হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী প্রমুখ।

ওয়াজ মাহফিল

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টঙ্গাইলের ভূঞাপুর শাহজাহান দারুস সুন্নাহ এতিমখানার উদ্যোগে শনিবার বাসস্ট্যান্ড চত্বরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। প্রধান বক্তা ছিলেন মোহনা টিভির ইসলামি আলোচক মুফতি হযরত মাওলানা রেজাউল করিম।

স্মরণ সভা

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন মিলনের ৩য় মৃতু্যবার্ষিকী উপলক্ষে রোববার দুপুর ১২টায় পৌর পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, জেলা পরিষদ সদস্য ফরিদ মিয়া তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফ্‌ফার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89823 and publish = 1 order by id desc limit 3' at line 1