logo
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৫

  কুবি প্রতিনিধি   ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

শ্রেণিকক্ষের দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা

শ্রেণিকক্ষ সংকট নিরসন, প্রত্যেক বিভাগের ল্যাব, সেমিনার, শিক্ষকদের জন্য পর্যাপ্ত কক্ষ, কমনরুম এবং স্বতন্ত্র বিজনেস স্টাডিজ অনুষদের দাবিসহ পাঁচ দফা দাবিতে একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, বিজনেস স্টাডিজ অনুষদে চারটি বিভাগ রয়েছে। তবে তাদের পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। এ ছাড়াও তাদের কোনো ল্যাব কিংবা সেমিনার নেই, অভাব রয়েছে কমনরুমেরও। যতক্ষণ পর্যন্ত এসবের সমাধান না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে তারা বিজনেস স্টাডিজ অনুষদের সব বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে