শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় হোম কোয়ারেন্টিনে ছাড়পত্র পেলেন ১৪৭ জন

নওগাঁ প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২০, ০০:০০

নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়নি। তবে হোম কোয়ারেন্টিনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় এই সময়ে ১৪৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সিভিল সার্জনের কন্টোলরুম সূত্রে প্রাপ্ত তথ্যমতে উপজেলাভিত্তিক ছাড়পত্র প্রাপ্তদের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২১ জন, রানীনগর উপজেলায় ১৭ জন, আত্রাই উপজেলায় ৩৪ জন, মহাদেবপুর উপজেলায় ২২ জন, মান্দা উপজেলায় ২০ জন, বদলগাছি উপজেলায় ৬ জন, পত্নীতলা উপজেলায় ৯ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ৩ জন, সাপাহার উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ৮ জন। গত ২৪ ঘণ্টায় এই ১৪৭ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হওয়ার পর বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪৮৭ জন। উলেস্নখ্য, এ পর্যন্ত নওগাঁ জেলায় সর্বমোট ১ হাজার ৮৭৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৩৯১ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। সিভিল সার্জন জানিয়েছেন, হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হওয়া কারও মধ্যে করোনাভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি।

এদিকে, গতকালও নওগাঁ পৌরসভার উদ্যোগে শহরে জনসচেতনতা বৃদ্ধির প্রচার এবং বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি স্প্রে করতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন সংগঠন শহরে করোনাভাইরাসের লক্ষণ এবং করণীয় সম্পর্কিত প্রচারণা অব্যাহত রেখেছে।

অপরদিকে, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ জানিয়েছেন, নওগাঁ জেলায় করোনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের ফলে যেসব দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির শিকার হয়েছেন তাদের সহযোগিতায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা এবং ৩৯১ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত এই অর্থ এবং চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94725 and publish = 1 order by id desc limit 3' at line 1