শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফজলে রাব্বি চৌধুরী আর নেই

যাযাদি রিপোর্ট
  ০৫ জুন ২০২০, ০০:০০
আপডেট  : ০৫ জুন ২০২০, ১০:৪৪
এ বি এম ফজলে রাব্বি

বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও সমাজসেবক এ বি এম ফজলে রাব্বি চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান জননেতা মরহুম আলহাজ এ কে এম ফজলুল কবির চৌধুরী এবং মরহুমা সাজেদা কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান। এছাড়া তিনি জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির বড় ভাই। আমাদের রাউজান সংবাদদাতা জানান, পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রম্নত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই বেলা সাড়ে ১১টায় তার মৃতু্য হয়। জানা যায়, গতকাল দুপুরে মরহুমের লাশ নিয়ে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ পরিবারের সদস্যরা রাউজানের গহিরার বাড়িতে আসেন। লাশ একটি হিমায়িত গাড়িতে রাখা আছে। আজ শুক্রবার বাদ জুমা গহিরা হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম ফজলে রাব্বি চৌধুরী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। রাউজানের গহিরার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্ম নেওয়া ফজলে রাব্বি চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হন ১৯৯৬ সালে। চট্টগ্রামে তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত মুখ। প্রায় দুই মাস ধরে করোনা পরিস্থিতিতে ফজলে রাব্বি চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে রাউজানের বিভিন্ন জনপদে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানি, চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি সুমন দে, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিলস্নুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেঝবাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে