শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টাসহ ৩ জনের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০২০, ০০:০০
আপডেট  : ২৭ জুন ২০২০, ১৫:৩১
মালিক কাজেমী মোহাম্মদ সেলিম

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আলস্নাহ মালিক কাজেমী মারা গেছেন। শুক্রবার বিকালে এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকাল ৫টা ৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃতু্যতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাবহ। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত ৪ কামনা করছি। এদিকে আলস্নাহ মালিক কাজেমীর মৃতু্যতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। তার মৃতু্যর খবরে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আলস্নাহ মালিক কাজেমী সবশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) তিনি ডেপুটি গভর্নর ছিলেন। এরপর আলস্নাহ মালিক কাজেমী সফলভাবেই তার পেশাগত জীবনের প্রথম পাঠ শেষ করেন। তিনি দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি নিয়ে ব্যাপক জানা-শোনার কারণে বিশেষ সুনাম অর্জন করেন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ। আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক জানান, তি?নি চি?কিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন। ক?রোনায় আক্রান্ত ছি?লেন। জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সেলিম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ট্রেডিং ব্যবসায় অর্জন করেন বিশেষ দক্ষতা। সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, গেস্নাবাল ইন্সু্যরেন্স এবং মেট্রোপলিটন এডুকেশন প্রোমোর্টার্স লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বস্ত্র ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ততা ছিল তার। সেলিম শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহা. সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান। অন্যদিকে ক?রোনাভাইরা?সে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা এ কে এম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুলস্নাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। তিনি জনতা ব্যাংক বগুড়া করপোরেট শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় জনতা ব্যাংকের তিন কর্মকর্তার মৃতু্য হলো। এ বিষয়ে জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) সানাউল হক জানান, বেশ কয়েকদিন আগে শাহজাহান আলী জ্বর অনুভব করেন। তার অ্যাজমা ও উচ্চরক্তচাপ ছিল। নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে কমে আসতে শুরু করে। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় এবং শুক্রবার ভোরে তিনি মারা যান। এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক। মৃতু্য হয়েছে ২৩ জনের। তাদের মধ্যে সোনালী ব্যাংকের ছয়জন, রূপালী ব্যাংকের দুজন, দি সিটি ব্যাংকের তিনজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের তিনজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন ও ডাচ্‌-বাংলা ব্যাংকের দুজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের একজন এবং এক্সিম ব্যাংকের একজন কর্মকর্তাও এ তালিকায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে