শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেও যশোর-৬ আসনে উপনির্বাচন কাল

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  ১৩ জুলাই ২০২০, ০০:০০

রাত পোহালেই করোনার মধ্যেও কঠোর নিরাপত্তায় আগামীকাল ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এরশাদ সমর্থিত কেন্দ্রীয় নেতা সাংবাদিক হাবিবুর রহমান হাবিব (লাঙল)। যদিও বিএনপি এ উপনির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অংশ নিচ্ছে না। আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনটির বরাবরই নৌকা প্রতীকের ঘাঁটি হিসেবে পরিচিত। দলটি এলাকায় সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন জানান, বিগত সময়ের মতো এবারও বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে, জনগণ উন্নয়নের প্রতীক নৌকার সঙ্গে থাকবে বলে তিনি আশা করেন।

কেশবপুর

উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন গঠিত। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১১৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১২২ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮৯৬ জন। মোট ভোট কেন্দ্র ৭৯টি। ৩৭৪টি বুথ, দায়িত্ব পালন করবেন ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারী প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মো. বজলুর রশীদ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। অন্য প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান জানান, অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন। সব মিলিয়ে এ আসনটিতে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি প্রয়াত ইসমাত আরা সাদেক চলতি বছরের ২১ জানুয়ারি মৃতু্যবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105732 and publish = 1 order by id desc limit 3' at line 1