শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে বোমাতঙ্ক টানা ২৪ ঘণ্টার অভিযানে মিলল গ্রাইন্ডিং মেশিন!

সিলেট অফিস
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে দুই দিনের আলোচিত 'বোমা উদ্ধার' অভিযান শেষ হয়েছে। পুলিশ সার্জেন্টের একটি মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু দেখে বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হয় সিলেটে বোমা আতঙ্ক। গতকাল বৃহস্পতিবার বিকালে সেই অভিযান শেষ হয়েছে। তবে কোনো বোমা নয়, মিলল টাইলস কাটার 'গ্রাইন্ডিং মেশিন'। অথচ এটা উদ্ধার করতে ডিসপোজাল টিমের লেগেছে ২৪ ঘণ্টা।

অভিযান শেষে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লে. কর্নেল রাহাত বলেন, আপনারা জানেন, বুধবার সন্ধ্যার সময় একজন পুলিশ সদস্যের মোটরসাইকেলে একটি অবজেক্ট, একটা সাসপেক্ট (সন্দেহজনক বস্তু) পাওয়া যায়।

পরবর্তীতে পুলিশ বাহিনী থেকে সেনাবাহিনীকে এই অবজেক্টটা ইন্সপেকশন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশনা পেয়ে সিলেটে থাকা ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ ও বোমা ধ্বংসকরণ টিম আমরা এখানে আসি।'

তিনি বলেন, 'আমরা এখানে এসে আমাদের পদ্ধতি অবলম্বন করেছি, পরিদর্শন করেছি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটা গ্রাইন্ডিং মেশিন। কিন্তু অধিকতর তদন্তের জন্য এবং এখানে যাতে অন্য ধরনের সন্দেহজনক বস্তু না থাকে, এটা নিশ্চিত করতে আমাদের নির্দিষ্ট কর্মপদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট সময় অপেক্ষা করেছি এবং আরও নিশ্চিত হতে আমরা এটাকে খুলেছি।'

লে. কর্নেল রাহাত আরও বলেন, 'হতে পারে ভুলবশত, অথবা হতে পারে কেউ এটা পুলিশ সদস্যের গাড়িতে রেখে একটা আতঙ্ক ছড়াতে চেয়েছিল।'

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107967 and publish = 1 order by id desc limit 3' at line 1