শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
কোকোর জন্মদিনে বনানী কবরে শ্রদ্ধা, পুলিশি বাধার অভিযোগ

বিচার বহির্ভূত হত্যা বন্ধে দরকার জনগণের সরকার : নজরুল

যাযাদ রিপোর্ট
  ১৩ আগস্ট ২০২০, ০০:০০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিনে বুধবার তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যরা -বাংলা নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিচার বহির্ভূত হত্যা একটি অপরাধ। এই বিচার বহির্ভূত হত্যা বন্ধের দরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা। জনগণের ভোটে নির্বাচিত না এমন একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকলে সেখানে জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে না। ফলে এ রকম বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটে। বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিনে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা থেকে নেতাকর্মীরা বনানী কবরস্থানে জড়ো হতে থাকেন। সাড়ে ১০টা দিকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন নেতা স্বাস্থ্যবিধি মেনে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। ফাতেহা পাঠের পর কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাদের মধ্যে ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আমিনুল হক, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন শ্রমিক দলের আনোয়ার হোসেইন, যুব দলের সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের ফজলুর রহমান খোকন প্রমুখ। তবে অনেক নেতাকর্মী পুলিশি বাধার কারণে কবরস্থানে প্রবেশ করতে পারেনি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশি বাধার কারণে প্রবেশ করতে না পারা নেতাকর্মীদের সঙ্গে কবরস্থানের গেটের বাইরে মোনাজাতে অংশ নেন বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, শহিদুল ইসলাম বাবুল, মহানগর উত্তরের আবদুল আলীম নকি, ছাত্র দলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ নেতা। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কোকোর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে মিরপুরে একটি এতিমখানায় খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ তাদের হারানো অধিকার আবারও ফিরে পাবে। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার কনিষ্টপুত্র আরাফাত রহমান কোকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে