logo
রোববার ১৬ জুন, ২০১৯, ২ আষাঢ় ১৪২৬

  হবিগঞ্জ প্রতিনিধি   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

শায়েস্তাগঞ্জ রেল জংশনে ৫ দোকান সিলগালা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সাটিির্ফকেট না থাকায় ৫ খাবারের দোকান সিলগালা করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কমর্কতার্ সুলতান আহমেদ এক অভিযান পরিচালনা করেন।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার এবিএম মঈনুল ইসলাম জানান, প্লাটফমের্র বিভিন্ন স্থানে টং দোকান, চা-দোকানের লাইসেন্স নবায়ন ও মেডিকেল সাটিির্ফকেট না থাকার অভিযোগে সুজিত স্টোর, মানিক স্টোর, শ্রæতি স্টোর, সানু মিয়ার চায়ের দোকান এবং অপর একটি ফুটপাতের দোকান সিলগালা করা হয়েছে। অভিযানকালে অন্যদের মধ্যে আখাউড়া রেল জংশনের নিরাপত্তা পুলিশের চিফ ইন্সপেক্টর সিরাজ উদ্দীন ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে