বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনসিটিবির সদস্য সংখ্যা হচ্ছে দ্বিগুণ

যাযাদি রিপোটর্
  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোডের্র (এনসিটিবি) সদস্য সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করা হচ্ছে। এজন্য ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোডর্ আইন-২০১৮’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার রাজধানীর তেজগঁাওয়ে প্রধানমন্ত্রীর কাযার্লয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এটা আগে ইংরেজিতে ছিল দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোডর্ অডির্ন্যান্স-১৯৮৩। এটাকে বাংলায় রূপান্তর করে নিয়ে আসা হয়েছে। অল্প কিছু পরিবতর্ন এখানে হয়েছে।’

তিনি বলেন, ‘আগে ছিল টেক্সটবুক, এটাকে বাংলায় করা হয়েছে পাঠ্যপুস্তক। আগে বোডের্র গঠন ছিল চেয়ারম্যান

এবং চারজন সদস্য। এখন প্রস্তাব করা হয়েছে একজন চেয়ারম্যান এবং বিষয়ভিত্তিক আটজন সদস্য। নয়জন সদস্য মিলে বোডর্ গঠনের প্রস্তাব করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সদস্যদের মধ্যে আগে কাজ ভাগ করে দেয়া ছিল না, এখন আটজন সদস্যের প্রত্যেককে আলাদা আলাদা কাজ ভাগ করে দেয়া হয়েছেÑ ‘পাঠ্যপুস্তক, প্রাথমিক শিক্ষাক্রম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম, মাদ্রাসা শিক্ষাক্রম, কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাক্রম (প্রশিক্ষণ), শিক্ষাক্রম (গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন) এবং অথর্।’

‘কোরাম হওয়ার জন্য পঁাচজনের মধ্যে তিনজন উপস্থিত হলেই হতো, এখন প্রস্তাব করা হয়েছে পঁাচজনের উপস্থিতিতে কোরাম হবে।’

বোডের্র কাজে দুটি বিষয় সংযোজন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা। এটা নতুন প্রস্তাবনা। আরেকটি হচ্ছে ডিজিটাল ও মিথস্ক্রিয়া পুস্তক প্রণয়ন ও অনুমোদন।’

শফিউল আলম বলেন, ‘বোডর্ কাযার্বলি সম্পাদনের ক্ষেত্রে সরকার কতৃর্ক সময়ে সময়ে প্রদত্ত অনুশাসন ও নিদের্শনার মাধ্যমে পরিচালনা হবে, এটাও নতুন।’

খসড়া আইন অনুযায়ী বোডর্ প্রতি বছর ৩১ মাচের্র মধ্যে সরকারের কাছে একটা রিপোটর্ দেবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আগে ছিল না। নতুন করা হয়েছে।’

প্রস্তাবিত আইন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দ্বারা বোডর্ পরিচালিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন চূড়ান্ত অনুমোদন

‘বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন-২০১৮’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৮৪ সালের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার অডির্ন্যান্সকে সংশোধন করে নতুনভাবে নিয়ে আসা হয়েছে। বলতে গেলে তেমন বড় পরিবতর্ন নেই।’

তিনি বলেন, ‘বিপিএটিসির বোডর্ অব গভনর্্যান্সের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে পদাধিকারবলে অন্তভুর্ক্তকরণের বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে। আর তেমন নতুন প্রস্তাবনা নেই, আগে যা ছিল বলতে গেলে তাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13094 and publish = 1 order by id desc limit 3' at line 1