বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঙালি শরণাথীর্রা পাকিস্তানের নাগরিকত্ব পাবেন: ইমরান

যাযাদি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার সরকার বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণাথীের্দর পাকিস্তানের নাগরিকত্ব প্রদানের কথা বিবেচনা করছে।

রোববার করাচিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা আড়াই লক্ষ মানুষ এখন করাচিতে শরণাথীর্ হিসেবে বসবাস করছেন। ৪০ বছর ধরে এরা এই শহরে আছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে। কিন্তু তাদের নেই কোনো পাসপোটর্ কিংবা কোনো পরিচয়পত্র। এগুলো না থাকলে চাকরি হয় না, আর চাকরি হলেও তাদের বেতন হয় অধের্ক।

করাচি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে ক্রিকেটার থেকে রাজনীতিক ইমরান খান বলেন, এসব শরণাথীর্র জন্য শিক্ষা এবং চাকরির বাজার উন্মুক্ত করতে হবে।

করাচি থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, জাতিসংঘের হিসেব অনুযায়ী, পাকিস্তানে এখন ১৪ লক্ষ আফগান শরণাথীর্ বসবাস করছেন।

তাদের ৭৪%ই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের আফগান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন পযাের্য় বিপুল সংখ্যক শরণাথীর্ তৎকালীন পূবর্ পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চলে আসেন।

পাশাপাশি বামার্ থেকেও প্রচুর শরণাথীর্ আসেন।

মহানগরীর ১০৩টি মহল্লায় বাঙালি এবং বমীর্ শরণাথীর্রা সংখ্যাগরিষ্ঠ বলে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন।

কিন্তু নাগরিকত্ব কিংবা পরিচয়পত্রের অভাবে তাদের বেশির ভাগই দিনমজুর হিসেবে কাজ করেন এবং নানা ধরনের সামাজিক নিপীড়নের শিকার হন।

পাকিস্তান নাগরিকত্ব আইন অনুযায়ী, সে দেশের ভূখÐে ১৯৫১ সালের পর জন্মগ্রহণকারী যে কেউ পাকিস্তানি নাগরিকত্বের অধিকারী।

কিন্তু পাকিস্তানে বতর্মানে যারা সরকারি শরণাথীর্ কাডর্ ব্যবহার করছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না।

যেসব উদুর্ভাষী শরণাথীর্ দীঘির্দন ধরে বাংলাদেশে আটকা পড়ে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অবশ্য তাদের ভবিষ্যতের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13095 and publish = 1 order by id desc limit 3' at line 1