বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩ লাখ সাড়ে ১০ হাজার সরকারি পদ শূন্য

যাযাদি রিপোটর্
  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বতর্মানে দেশে মন্ত্রণালয় অধিদপ্তর আওতাধীন ৩ লাখ ১০ হাজার ৫১১টি পদ শূন্য রয়েছে। সোমবার জাতীয় সংসদে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থায় মোট শূন্য পদের সংখ্যা ২ হাজার ৫৯৬টি। কোনো কোনো দপ্তর/সংস্থার নিয়োগ কাযর্ক্রম প্রক্রিয়াধীন, কিছু কিছু পদ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং কিছু কিছু পদ বাংলাদেশ সরকারি কমর্ কমিশনের মাধ্যমে পূরণযোগ্য বিধায় শূন্য পদ পূরণের তারিখ নিদির্ষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।

সিলেট-৫ আসনের সেলিম উদ্দিনের তারকা চিহ্নিত

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ জারির পূবের্ জনপ্রশাসনের কমর্চারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪থর্ শ্রেণিতে বিভাজিত ছিল। শ্রেণিভিত্তিক উক্ত বিভাজনে ১ম গ্রেড হতে ৯ম গ্রেড ১ম শ্রেণি, ১০ম গ্রেড হতে ১৩তম গ্রেড ২য় শ্রেণি, ১৪তম গ্রেড হতে ১৬তম গ্রেড ৩য় শ্রেণি এবং ১৭তম গ্রেড হতে ২০তম গ্রেড ৪থর্ শ্রেণির অন্তভুর্ক্ত ছিল।

২০১৫ সালের ১৫ ডিসেম্বর তারিখে জারিকৃত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’-এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী ‘আপাতত বলবৎ এতদসংক্রান্ত অন্য কোনো বিধি-বিধান যাহাই থাকুক না কেন, কমর্চারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪থর্ শ্রেণিতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবতের্ বেতনস্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হইবেন।’ মমের্ বিধান প্রবতর্ন করা হয়েছে। ফলে বতর্মানে জনপ্রশাসনের কমর্চারীগণের পরিচিতি বেতন স্কেলের ‘গ্রেডভিত্তিক’ পরিচিতির ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13097 and publish = 1 order by id desc limit 3' at line 1