logo
শনিবার ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫

  নড়াইল প্রতিনিধি   ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলার মাইজপাড়ার বোড়ামারা গ্রামে পুকুরে ডুবে পঁাচ বছরের শিশু রাব্বির মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। রাব্বি বোড়ামারা গ্রামের রফিকুল মোল্যার ছেলে। এ সময় তার ফুফাতো বোন রাবেয়া (৪) পুুকুরে ডুবে অসুস্থ হয়। রাবেয়া ফরিদ মোল্যার মেয়ে।

জানা যায়, দাদার সঙ্গে পুকুরে গোসল করতে যায় রাব্বি ও রাবেয়া। দাদা গোসল শেষে বাড়িতে গেলেও এ দুই শিশু পুকুরে অবস্থান করলে তারা পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে