শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ‘আপত্তিপত্র’

যাযাদি রিপোটর্
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে গামের্ন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাকমীর্রা মন্ত্রণালয়ের যাওয়ার পথে সচিবালয়ের গেটে পেঁৗছানোর আগেই পুলিশ তাদের বাধা দেয় Ñযাযাদি

পোশাক শ্রমিকদের জন্য আট হাজার টাকা ন্যূনতম মজুরি ধরে ঘোষিত কাঠামো প্রত্যাহার করে ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে শ্রম মন্ত্রণালয়ে ‘আপত্তিপত্র’ দিয়েছে সিপিবি সমথির্ত গামের্ন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতাকমীর্রা মিছিল নিয়ে মন্ত্রণালয়ের দিকে রওনা হয়। কিন্তু সচিবালয়ের গেইটে পৌঁছানোর আগেই পুলিশ তাদের আটকে দেয়।

পরে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারের নেতৃত্বে পঁাচ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে গিয়ে ‘আপত্তিপত্র’ দিয়ে আসে।

জলি তালুকদার সচিবালয়ের সামনে বলেন, আমরা মিছিল নিয়ে এসেছি কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে। পুলিশ ভাইদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনাদের আত্মীয়-স্বজনও তো গামের্ন্ট কারখানায় কাজ করে। তাদের কাছ থেকে খবর নেন, আট হাজার টাকায় কী সংসার চলে?

পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতে যদি আট হাজার টাকা ধরিয়ে দেওয়া হয় তাহলে মাসের কয় দিন আপনারা চলতে পারবেন? সেই হিসাবটা আমাদের দেন।

শ্রমিক সংগঠনগুলো এবার ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি নিধার্রণের দাবি জানিয়ে এলেও সরকার গত ১৩ সেপ্টেম্বর যে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেয়, সেখানে ন্যূনতম মজুরি আট হাজার টাকা নিধার্রণের কথা বলা হয়।

সরকারের ওই ঘোষণাকে ‘অমানবিক’ হিসেবে বণর্না করে জলি তালুকদার বলেন, এর মধ্যে দিয়ে ৫০ লাখ গামের্ন্ট শ্রমিকের সঙ্গে ‘প্রতারণা’ করা হয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বরাবরে লেখা ওই আপত্তিপত্রে বলা হয়, ‘গণমাধ্যমে আপনার ঘোষিত নিম্নতম মজুরি ন্যায্যতার বিচারে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে প্রক্রিয়াগত ও আইনি ব্যত্যয়ের ফলে শ্রমিকপক্ষের অংশগ্রহণ, আপত্তি প্রদান এবং ন্যায্য মজুরি নিধার্রণের পথ রুদ্ধ হয়েছে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনারা নিজেরা যে আইন তৈরি করেছেন সেই আইন পড়ে দেখেন, সেটা আপনারা লঙ্ঘন করেছেন। আপনারা যখন আইন লঙ্ঘন করেন তখন তার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে সেই হিসাব আমাদের দিতে হবে।

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাহার করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নিধার্রণ করে তা বাস্তবায়নের জন্য দ্রæত পদক্ষেপ নিতে প্রতিমন্ত্রীর কাছে দাবি জানানো হয় ওই আবেদনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13455 and publish = 1 order by id desc limit 3' at line 1