মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেছেন ১ লাখ ৬ হাজার হাজি

যাযাদি রিপোটর্
  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

পবিত্র হজ পালন শেষে গত ২৭ আগস্ট থেকে দেশে ফেরা শুরু করেন বাংলাদেশের হাজিরা। রোববার পযর্ন্ত মোট ৩০৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৮৫৩ জন হাজি।

হজ অফিস সূত্রে জানা গেছে, হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে এসব হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪০টি ফ্লাইটে ৫৪ হাজার ৫৩৬ জন ও সৌদি এয়ারলাইন্সের ১৬৩টি ফ্লাইটে ৫২ হাজার ৩১৭ জন হাজি দেশে ফিরেছেন।

হজযাত্রী পরিবহনের সময় নানা সমস্যা থাকলেও ফিরতি ফ্লাইটে কোনো অভিযোগ নেই হাজিদের। যথাসময়ে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা।

আবু সাঈদ নামে এক হাজি বলেন, হজযাত্রার শুরুতে নানা শঙ্কা কাজ করলেও হজের পর কোনো শঙ্কা ছিল না। আমার জানা মতে, প্রতিটি ফ্লাইট যথাসময়ে সৌদি আরবের কিন্স আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসছে। আমাদের ফ্লাইটও যথাসময়ে এসেছে। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ১৪০ জন বাংলাদেশি হাজি মারা যান। এর মধ্যে পুরুষ ১১৯ ও নারী ২১ জন। তাদের মধ্যে মক্কায় মারা যান ৮৫ জন, মদিনায় ২২ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন এবং আরাফার ময়দানে ১০ জন।

চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন হজের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন। এর মধ্যে ইস্যুকৃত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৮৩ জন।

হজ শুরু হয় গত ২০ আগস্ট। হজের আনুষ্ঠানিকতা শেষে ২৭ আগস্ট হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ২৬ সেপ্টেম্বর পযর্ন্ত চলবে।

অন্যদিকে যাত্রী স্বল্পতার কারণে এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি হজফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানের ৮ হাজার জন যাত্রীর ক্যাপাসিটি লস হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13993 and publish = 1 order by id desc limit 3' at line 1