বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিপুরায় ভিড় বাড়ছে বাংলাদেশি পযর্টকদের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
  ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

দুগার্পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ভ্রমণকারী বাংলাদেশি পযর্টকদের ভিড় বেড়েছে। ত্রিপুরায় পূজামÐপ দশর্ন, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং কেনাকাটা করতেই পযর্টক বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, এর আগে প্রতিদিন গড়ে ৫-৬শ পযর্টক ভারতে গমন করলেও পূজার কারণে বতর্মানে এ সংখ্যা দ্বিগুণ বেড়েছে। গত ১৫ ও ১৬ অক্টোবর ২ দিনে প্রায় আড়াই হাজার পযর্টক আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় গমন করেছেন। এসব যাত্রীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী জেলার পযর্টকের সংখ্যাই বেশি।

বুধবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন অফিসে গিয়ে দেখা গেছে, ইমিগ্রেশন অফিসে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। অনেক যাত্রী অফিসের বারান্দায় বসে প্রয়োজনীয় ফরম পূরণ করছেন। ইমিগ্রেশন কমর্কতার্রা দ্রæত ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীদের বহিঃগমন সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন।

ইমিগ্রেশন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার রাজন পাল বলেন, এই প্রথম তিনি পূজা দেখতে আগরতলায় যাচ্ছেন।

একই জেলার সম্পা পাল জানান, আগরলতায় আত্মীয়স্বজন রয়েছে। পূজা দেখা এবং আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছি।

এদিকে ইমিগ্রেশন সেবায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করলেও অফিস কক্ষটি আরও বড় করা এবং বসার জন্য পযার্প্ত চেয়ারের ব্যবস্থাসহ সাবির্ক সেবার মান বৃদ্ধি করার দাবি জানান পযর্টকরা।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন কমর্কতার্ পিয়ার আহমেদ বলেন, পূজা উপলক্ষে অন্য সময়ের তুলনায় আগরতলাগামী পযর্টকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যাত্রীর সুবিধাথের্ ৩টি ডেস্কে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পযর্ন্ত ইমিগ্রেশন করা হয়। তিনি বলেন, পূজার প্রথম দিন ৯শ এবং দ্বিতীয় দিন ১৫শ যাত্রী ভারতে গমন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18105 and publish = 1 order by id desc limit 3' at line 1