বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্মাটের্ফানে ৯ ক্যামেরা!

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০১৮, ০০:০০

এবারে প্রযুক্তি বিশ্বকে চমকে দিতে স্মাটের্ফানে যুক্ত হতে পারে নয় লেন্সযুক্ত ক্যামেরা। লাইট নামের এক উদ্যোক্তা প্রতিষ্ঠান নয় লেন্সযুক্ত স্মাটের্ফান ক্যামেরা তৈরি করছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, লাইট নামের ওই উদ্যোক্তা প্রতিষ্ঠান ১৬ লেন্সযুক্ত ক্যামেরা সিস্টেম তৈরি করে আলোচনায় আসে। এবারে তারা স্মাটের্ফানে নয় লেন্সের ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে। প্রটোটাইপে দেখা গেছে, স্মাটের্ফানের পেছনে বৃত্তাকারভাবে নয়টি লেন্স সাজানো হবে। অথার্ৎ সৌরজগতের মতো করে নয়টি লেন্স স্মাটের্ফানে বসানো হবে। অবশ্য লেন্সের আকার বিভিন্ন হতে পারে। বস্তুর ছবি তুলতে এই নয় ক্যামেরা দিয়ে লাইট, ডেপথ, কালার প্রভৃতি ধারণ করা হবে। এরপর ছবিসংক্রান্ত যাবতীয় তথ্য একটি অ্যালগরিদম দিয়ে সমন্বয় করা হবে। নয় লেন্সের ওই ক্যামেরা ফোনে সবোর্চ্চ ৬৪ মেগাপিক্সেলের ছবি পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে