বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৮৯ ক্যারেটের হলুদ হীরার সন্ধান

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০১৮, ০০:০০
হলুদ হীরা

আফ্রিকার ছোট্ট দেশ লেসোথোর মোথায়ের খনি থেকে ৮৯ ক্যারেট ওজনের বিরল এক হলুদ হীরার সন্ধান পাওয়া গেল। এটির বাজারমূল্য অন্তত ১ কোটি পাউন্ড হবে।

জানা গেছে, লুকাপা নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মোথায়ে কিম্বেরলাইট এলাকায় খননকাজ শুরু করে লেসোথো সরকার। সেখানে ৮৯ ক্যারেট ওজনের এই হলুদ হীরার সন্ধান পাওয়া গেছে। প্রাপ্ত হীরাটির ৭০ শতাংশের অংশিদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের। প্রসঙ্গত, ১৯৬৬ সালে বিৃটেনের থেকে স্বাধীনতা অজর্ন করে লেসোথো। উল্লেখ্য, হীরার খনির দেশ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা। ১৯০৫ সালে সে দেশে ৩,১০৬ ক্যারেট ওজনের খনিজ হীরা খুঁজে পান স্যার থমাস কাল্লিনাম। সেটি কাটিং করে দু’টি হীরা পাওয়া যায়। সেগুলো এখন বিৃটিশ রাজমুকুটে স্থান পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে