শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিবার্চনকালীন সরকার শুক্রবারই হতে পারে: মুহিত

যাযাদি রিপোটর্
  ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবার নিবার্চনকালীন সরকার কেমন হবে, শুক্রবারই সেটা জানা যেতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার নিবার্চনকালীন সরকারের মন্ত্রিসভায় নতুন কোনো মুখ নাও আসতে পারে।

প্রধান নিবার্চন কমিশনার কে এম নুরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা করেন। এরপর থেকে গুরুত্বপূণর্ বিভিন্ন বিষয়ে নিবার্চন কমিশনের নিদের্শনা অনুসারে কাজ করতে হবে সরকারকে।

তবে নিবার্চনকালীন সরকার নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা এখন সংবিধানে নেই। বতর্মান ব্যবস্থায় ক্ষমতাসীন সরকারের অধীনেই নিবার্চন হয়। ভোটের আগে সংসদ ভেঙে দেয়ার প্রয়োজন হয় না, তবে তিন মাসের ক্ষণ গণনা শুরু হলে সংসদের স্বাভাবিক কাযর্ক্রম বন্ধ থাকে।

দশম জাতীয় সংসদ নিবার্চনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে অপেক্ষাকৃত ছোট একটি মন্ত্রিসভা গঠন করেন; যার নাম দেয়া হয় ‘সবর্দলীয় সরকার’।

ওই মন্ত্রিসভায় আওয়ামী লীগের শরিক দলগুলোর নেতাদের নেয়া হয়। স্বল্প পরিসরের ওই মন্ত্রিসভা সরকারের দৈনন্দিন কাযর্ক্রম পরিচালনার দায়িত্ব পালন করে।

গত ২২ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বতর্মান মন্ত্রিসভায় ‘সব দলের’ প্রতিনিধিই আছেন। আর নিবার্চনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। ফলে এবার নিবার্চন সামনে রেখে মন্ত্রিসভা পুনগর্ঠনের প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না।

তফসিলের সময় ঘনিয়ে আসায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিবার্চনকালীন সরকারের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

উত্তরে মুহিত বলেন, ‘কালকে, কালকের পরে নিবার্চনকালীন সরকার হবে।’

তার উত্তর ?শুনে সাংবাদিকরা জানতে চান, শুক্রবারই মন্ত্রিসভার পুনগর্ঠন হচ্ছে কিনা। জবাবে মুহিত বলেন, ‘মনে হয় হচ্ছে।’

মন্ত্রিসভায় নতুন করে কাউকে অন্তভুর্ক্ত করা হবে কিনা- এ প্রশ্নে অথর্মন্ত্রী বলেন, ‘বোধ হয় হচ্ছে না।’

সাংবাদিকরা আবারও এ বিষয়ে প্রশ্ন করলে মুহিত বলেন, ‘মোটামুটি নিশ্চিত। কারণ, সরকারটা তো কোয়ালিশন সরকার। এমন কোনো সদস্য নেই, যাকে বাদ দেয়ার দরকার আছে। সুতরাং, আমার মনে হয় না কোনো রকম অ্যাডিশন হতেই হবে।’

চারজন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ না হওয়া পযর্ন্ত তাদের মন্ত্রিত্ব থাকবে বলেও জানান মুহিত।

তিনি বলেন, ‘তারা (পদত্যাগপত্র দেয়া চার মন্ত্রী) এখনো আছেন, একসেপ্ট করতে হবে তো। একসেপ্ট সম্ভবত কালকে হবে। আজকে রাতেও হতে পারে।’

ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন জানতে চাইলে অথর্মন্ত্রী বলেন, ‘যারা আছেন তারাই কেউ চাজের্ থাকবেন। যার মিনিস্ট্রি একটা আছে, তার মিনিস্ট্রি দুইটা হয়ে যাবে।’

আসন্ন নিবার্চনে আবার প্রাথীর্ হবেন কিনা সেই প্রশ্নে মুহিত বলেন, ‘না না, আমি তো দঁাড়াব না, দ্যাটস মাই ডিসিশন। আমি নমিনেশন পেপার সাবমিট করব। ডামি কিছু সাবমিট করতে হয়। যদি আমার ক্যান্ডিডেট যে হবে, সে মিস করে যায় তাহলে আমাকে দঁাড়াতে হবে... এ রকম ধরনের। ইট ইজ এ রুটিন ব্যাপার।’

কেন নিবার্চনে দঁাড়াবেন না- সেই প্রশ্নে অথর্মন্ত্রী বলেন, ‘আমি অবসর নিতে চাই, আমার মনে হয় আমার অবসর নেয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21645 and publish = 1 order by id desc limit 3' at line 1