বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তদন্ত করলে দুদকেও দুনীির্ত বেরোবে

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান
যাযাদি রিপোটর্
  ১২ নভেম্বর ২০১৮, ০০:০০
মো. মোশাররফ হোসেন ভূঁইয়া

এনবিআরের আয়কর বিভাগে দুনীির্তর উৎস চিহ্নিত করে দুদকের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জাতীয় রাজস্ব বোডের্র চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, নিরপেক্ষ তদন্ত করলে দুনীির্তবিরোধী এই সংস্থায়ও দুনীির্ত বেরিয়ে আসবে।

দুদক কর-কাস্টমস বিভাগকে ‘টাগের্ট’ করে সেখানে তাদের ‘অফিস স্থাপনের’ চেষ্টা করলে তা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

আয়কর মেলা-২০১৮ উপলক্ষে রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া পদ্মা সেতু প্রকল্পে দুনীির্তর ষড়যন্ত্রের অভিযোগের এক মামলায় দুদকের হাতে গ্রেপ্তার হয়ে পরে মামলা থেকে খালাস পান।

এনবিআরের আয়কর বিভাগের অভ্যন্তরীণ দুনীির্তর ১৩ উৎস এবং এ সব ?দুনীির্ত প্রতিরোধে ২৩টি সুপারিশ করে একটি প্রতিবেদন গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব বরাবর জমা দিয়েছে দুদক।

সাংবাদিকরা এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা (দুদক প্রতিবেদন) এখনও পাইনি। এ ব্যাপারে আমি দুদকের সঙ্গে দ্বিমত পোষণ করি। কারণ হলো, আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করেন তাহলে ?দুদকের দুনীির্তও কত ধরনের সেটা বের করতে পারবেন।’

‘কাজেই সবারই দুনীির্ত আছে আমাদের দেশে, এই সংস্কৃতিটা পরিবতর্ন করতে হবে। সেটি পরিবতের্নর জন্য আমাদের সামাজিক ব্যবস্থার পরিবতর্ন করতে হবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দুদক যা-ই বলুক, যে রিপোটর্ই দিক না কেন ইনকাম ট্যাক্স আইন এবং কাস্টমস আইন অনুযায়ী যদি তাদের অ্যাক্টিভিটিজ আমাদের এখানে অ্যালাও করে তাহলেই শুধু করতে পারবে, আদারওয়াইজ নট।’

দুনীির্ত আগের চেয়ে কমেছে মন্তব্য করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দুনীির্তর বিরুদ্ধে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানো দরকার। সরকারের সৎ কমর্কতাের্দর পুরস্কার এবং অসৎ কমর্কতাের্দর তিরস্কার করার ব্যবস্থা রাখতে হবে।

দুদকের প্রতিবেদনে আয়কর মেলা আয়োজনে ‘বিলাস-বহুল ব্যয় হয়’ বলে যে পযের্বক্ষণ দেয়া হয়েছে তার সঙ্গেও দ্বিমত রয়েছে এনবিআর চেয়ারম্যানের।

তিনি বলেন, ‘আপনারা দেখেন কোনটা বিলাসবহুল? একটা একজন চিন্তা করতে পারে সেটি বিলাসবহুল, সেটি বিলাসবহুল হতে পারে; আবার আরেকজন এটাকে প্রয়োজন মনে করেন বলে সেটি বিলাসবহুল নয়। এক সময় কোনো বিলাসবহুল হবে না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নিবার্চন করবেন তাদের যদি ট্যাক্স ক্লিয়ার করা থাকে বা যাদের সাটিির্ফকেট গ্রহণ করা দরকার তারা তো নিজ আগ্রহে করছেন। আমরা সবার পিছনে দেঁৗড়াব না। নিবার্চন কাযর্ক্রম শুরু হয়ে গেছে, এখানে আমরা কিছু করতে যাচ্ছি না। নিবার্চনের কারণে রেভিনিউ কম-বেশি এমনটা হওয়ার সম্ভাবনা নেই।’

ভ্যাট ও শুল্ক খেলাপি ব্যক্তি নিবার্চনে প্রাথীর্ হলে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এবারের নিবার্চনটা চলে যাক, তারপর নতুন সরকারের প্রথম দিক থেকেই এ ব্যাপারে একটা উদ্যোগ নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22167 and publish = 1 order by id desc limit 3' at line 1