বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির জন্য ভোট চাইবেন মান্না

যাযাদি রিপোটর্
  ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৪ নভেম্বর ২০১৮, ০০:৩১

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের কাছে ভোট চাইবেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না।

বিএনপির সঙ্গে জোট বঁাধা সাবেক এই আওয়ামী লীগ নেতা বলেছেন, ‘মানুষের কাছে গিয়ে বলব, আপনার একটা ভোট খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে পারে। আমরা বলব, একটা ভোট জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে।’

একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিএনপি অংশগ্রহণের ঘোষণা দেয়ার দুই দিন পর মঙ্গলবার এক আলোচনা সভায় এই অবস্থান ব্যক্ত করেন মান্না।

তিনি বলেন, ‘সরকার জানত না ঐক্যফ্রন্ট গঠিত হবে। ওরা জানত না ঐক্যফ্রন্ট নিবার্চনে যাওয়ার ঘোষণা দেবে। ওরা জানত না যে আমরা নিবার্চন করব, তোমাদের চ্যালেঞ্জ করছি নিবার্চনের মাঠে।

‘ওরা মনে করেছিল, বেগম জিয়াকে জেলে নিয়ে গেছে, বিএনপির লোকজন রাগে বলবে, ভোটই করব না। কোনো কোনো নেতা বক্তৃতা দিয়েছেন বেগম জিয়াকে জেলে রেখে ভোটই করব না। আমরা বলছি, উনাকে জেলে রেখেই ভোট করব।’

সরকারের বিরুদ্ধে দেশের ‘উন্নয়ন না করে’ লুটপাট করার অভিযোগ করেন মাহমুদুর রহমান, যিনি বিএনপিকে নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় ছিলেন।

তবে নিবার্চনে এলেও তা সুষ্ঠু হবে কিনা, সেই সংশয়ের কথা উল্লেখ করেন মান্না।

তিনি বলেন, ‘মাত্র দুই মাস পরে ভোট, এই ভোট আমরা দিতে পারব কি, সেই প্রশ্ন এখন সবার মুখে। ভোট কি হবে? হয় যদি আমরা ভোট দিতে পারব? আমরা যদি আমাদের পছন্দমতো ভোট দিতে পারিও আমাদের পছন্দের প্রাথীের্দর বিজয়ী করা হবে? কোনো গ্যারান্টি নেই।

‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো এইবার আওয়ামী লীগ আবার একই নীলনকশা নিয়ে আমাদের সামনে আসছে। তারা ওই রকম করে ভোটে জিতে যাবে! ওই পঁাচ বছরে কথা বলেছে মেলা, কাজ করেনি কিছুই। লুটপাট হয়েছে, ব্যাংক, শেয়ার বাজার দখল করেছে।’ ২০১৪ সালের ৫ জানুয়ারির নিবার্চনে ভোটের নামে ‘ওয়াকওভার’ হলেও এবার তা হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ওই নিবার্চনে টিম একটা নেমেছে, আরেকটা নামেনি। এক পক্ষ একা একা জিতেছে। এইবার সেই জন্য প্রথমেই আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলেছি, আর ওয়াকওভার দেব না। এবার আপনারা মাঠে আসেন, আমরাও মাঠে আছি। আমরা মানুষের কাছে যাব, মানুষকে বলব- ওরা যতই জুয়াচুরি করুক, যত ভয় দেখাক, গোলাবারুদ, হুমকি, গ্রেপ্তার করুক; আমরা মাঠ ছাড়ব না।

কমীর্-সমথর্কদের প্রতি কারও কথায় ভয় পেয়ে ভোটের মাঠ না ছাড়ার আহŸান জানিয়ে মান্না বলেন, ‘জনে জনে ঐক্য গড়ে তুলতে হবে। আন্দোলন করেছি, সামনে নিবার্চন এই নিবার্চনটাও একটা আন্দোলন। ওরা চাইবে মানুষ যেন ভোট দিতে না পারে, আর আমরা মানুষকে ভোটে নিয়ে যাব।’

বাংলাদেশ তৃণমূল জনতা পাটির্র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. নাজিম উদ্দিন আহমেদের নাগরিক ঐক্যের সাথে একাত্মতা প্রকাশ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে নাজিম উদ্দিন ছাড়াও নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এসএম আকরাম, সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারসহ আরও অনেকে বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22462 and publish = 1 order by id desc limit 3' at line 1