logo
রোববার ২৬ মে, ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০  

সংবাদ সংক্ষেপ

কপালে জিভ তুলে গিনেস বুকে!

কপালে জিভ তুলে গিনেস বুকে!
ইয়াগ্য বাহাদুর কোতোয়াল

জিভ কপালে! এটা কি সম্ভব? এমন অসম্ভবই সম্ভব করে গিনেস বুক অব ওয়াল্ডর্ রেকডের্ জায়গা করে নিলেন নেপালের স্কুল বাসচালক ইয়াগ্য বাহাদুর কোতোয়াল। ৩৫ বছর বয়সী এই চালক তার জিহ্বা দিয়ে কপাল স্পশর্ করে ফেলতে পারেন। আবার জিভ নিচে প্রসারিত হয়ে একেবারে গলার অনেকখানিই ঢুকিয়ে ফেলেন। বাহাদুরের এই বাহাদুরির বিষয়টি ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তার এক বন্ধু। বাহাদুর বলেন, জিভ কপালে তোলা দেখে অনেক শিশু ভয়ে জড়োসড়ো হয়ে যায়। আর বয়স্ক ব্যক্তিরা প্রায় মূচ্ছার্ যান। আমি যদি কোনো ভৌতিক সিনেমায় কাজ করতাম, তাহলে আমার আর ভৌতিক মেকআপ করতে হতো না। মানুষ এমনিতেই ভয় পেত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে