বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ

এক ঝঁাক তারকা নিয়ে নিবার্চনী প্রচারে আ’লীগ

প্রচারাভিযানের গাড়িগুলো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধানমন্ডি ৩২ নম্বরে যাবার পথে তারকারা সবার কাছে আওয়ামী লীগের সরকারের উন্নয়নের পুস্তিকা ও লিফলেট বিতরণ করেন
যাযাদি রিপোটর্
  ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৃহস্পতিবার এক ঝঁাক তারকা নিয়ে নিবার্চনী প্রচারণা শুরু করে আওয়ামী লীগ। ছবিতে অন্যদের মধ্যে চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী আজমেরী বঁাধন ও চিত্রনায়ক সায়মন সাদিক Ñযাযাদি

একটি মোটরসাইকেলের পেছনের আসনে বড় একটি জাতীয় পতাকা নিয়ে একজন মুক্তিযোদ্ধা বসা। তার মোটরসাইকেলের পেছনে একটি ছাদখোলা গাড়িতে আওয়ামী লীগের নেতাকমীর্রা ¯েøাগান দিচ্ছেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এই গাড়ি অনুসরণ করে চলছে বহরের বাকি গাড়িগুলো। কোনো গাড়িতে বাজছে ‘এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও’, আবার কোনো গাড়িতে উন্নয়নের গান।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এভাবেই একাদশ জাতীয় সংসদ নিবার্চনের নিবার্চনী প্রচার শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নিবার্চনী প্রচার ও প্রকাশনা উপকমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার দিকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন এবং এই প্রচারাভিযানের উদ্বোধন ঘোষণা করেন। আওয়ামী লীগের এ নিবার্চনী প্রচারণায় শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। অভিনেতা ও কণ্ঠশিল্পীরা পিকআপে চড়ে এই প্রচারণায় অংশ নেন।

নিবার্চনী প্রচারের উদ্বোধনের সময় ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নিবার্চনে আমরাই বিজয়ী হব। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছি। এবার ২০১৮ সালে আমরা আজ শপথ নেব-একাত্তরের পরাজিত শক্তি, যারা আজও আছে এই বাংলার মাটিতে; সাম্প্রদায়িক অপশক্তি, যার নেতৃত্বে রয়েছে ‘মুক্তিযোদ্ধা বাই চান্স’ জেনারেল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি, এই দল খুনিদের দল, এই দল দুনীির্তবাজদের দল, তাদের আমরা পরাজিত করব।’

বিএনপির দুনীির্তর কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পঁাচ-পঁাচবার দুনীির্ততে চ্যাম্পিয়ন হয়েছে। আজকে এই দলের নেতা পলাতক, দÐিত, যাবজ্জীবন কারাদÐপ্রাপ্ত আসামি। লন্ডন থেকে কামাল হোসেন, মোস্তফা মোহসীন মন্টু, মান্না, কাদের সিদ্দিকীর নেতৃত্ব দিচ্ছে খুনি ওই দুনীির্তবাজ তারেক রহমান; এক সময়ের হাওয়া ভবনের যুবরাজ। বাংলাদেশের মানুষ আজ শেখ হাসিনার সৎ, বলিষ্ঠ, পরিশ্রমী, সাহসী নেতৃত্বের পেছনে। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল, তার নেতৃত্বে কারা আছে, সেটাই প্রমাণ হবে ৩০ ডিসেম্বর।’

শিল্পী, সাহিত্যিকদের কষ্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা এই দুপুরের কড়া রোদের মধ্যে প্রচÐ উত্তাপের মধ্যে বসে আছেন একটি চেতনাকে হৃদয়ে ধারণ করে। আপনাদের এই চেতনাকে আমি সম্মান জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন মড়া গাঙ নয়, এখানে জোয়ার নেমেছে-সারা দেশের নৌকার যে গণজোয়ার সেই গণজোয়ারের ঢেউ আছড়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গনে। ১৯৭১ সালের মতো আবারও সাংস্কৃতিক অঙ্গন জেগে উঠেছে নব বিজয়ে, আবারও তারা মুখরিত হবে, পরাজিত করবে সাম্প্রদায়িকতার সেই অপশক্তিকে এই অঙ্গীকার নিয়ে আসুন আমরা এই বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিজয় ছিনিয়ে আনব ৩০ ডিসেম্বর। সময়ের অপেক্ষা, সারা দেশ প্রস্তুত। আজ নৌকার জোয়ার, ধানের শীষের গণ ভাটা।’ এরপর তিনি প্রচারাভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রচারাভিযান শুরুর সময় শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় ও বুদ্ধিজীবী সবাই একে একে পিকআপভ্যানে ওঠেন। এরপর চিত্রনায়ক শাকিল খানের ছাদখোলা গাড়িতে ওঠেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। একই গাড়িতে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামও ছিলেন। তাদের গাড়িটি প্রচারাভিযানের শুরুতে দলের ¯েøাগান দিয়ে চলতে শুরু করে।

প্রচারাভিযানের গাড়িগুলো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দিয়ে টিএসসি, শাহবাগ মোড়, বাংলামোটর মোড়, ফামের্গট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে থামে। পথে তারকারা সবার কাছে আওয়ামী লীগের গত ১০ বছরের উন্নয়ন ও বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়নের তুলনামূলক হিসাবের তথ্য সংবলিত একটি পুস্তিকা ও বিএনপি-জামায়াতকে ভোট না দিতে লিফলেট বিতরণ করেন। এ সময় অনেক পথচারী আগ্রহ নিয়ে এসব লিফলেট ও পুস্তিকা সংগ্রহ করেন।

আওয়ামী লীগের প্রচারাভিযানে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ক্রীড়া ব্যক্তিত্ব সত্যজিৎ সাদ রুপু, আশরাফ উদ্দিন চুন্নু, অভিনেতা জাহিদ হাসান, মাহ্ফুজ আনাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নূতন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভীন সুইটি, আজমেরী বঁাধন, শামীমা তুষ্টি, চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক, কণ্ঠশিল্পী এস ডি রুবেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26997 and publish = 1 order by id desc limit 3' at line 1