শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির ডাকে সাড়া দেননি জামায়াতের প্রাথীর্রা

যাযাদি রিপোটর্
  ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:২৬

একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২২টি আসনে অংশ নিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু বৃহস্পতিবার গুলশানে বিএনপির নিবার্চন পরবতীর্ জরুরি বৈঠকে জামায়াতের মনোনীত কোনো প্রাথীর্ই অংশ নেননি। এদিন সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কাযার্লয়ে প্রাথীের্দর সঙ্গে দিক নিদের্শনামূলক আলোচনা করেন দলের মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর। এ বৈঠকে ধানের শীষ প্রতীকে নিবার্চনে অংশ নেয়া গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য, জেএসডি’র প্রাথীর্রা অংশ নিলেও জামায়াতের কোনো প্রতিনিধি অংশ নেননি। এ বিষয়ে দলটির একাধিক কেন্দ্রীয় নেতাকে ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে। ২৯৮টি আসনে ধানের শীষ প্রতীকে প্রাথীর্ মনোনয়ন দেয় বিএনপি। বাকি দুটি আসনের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনে ২০ দলীয় জোটের শরিক এলডিপি’র প্রধান অলি আহমেদ নিজের দলের প্রতীক ‘ছাতা’ এবং কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে নিবার্চনে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার বৈঠকের শুরুতে বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে প্রাথীের্দর কাছে তাদের নিজ এলাকার ভোটের পরিস্থিতি এবং পরবতীর্ করণীয় কী হতে পারে, তা বিস্তারিতভাবে জানাতে প্রাথীের্দর প্রতি আহŸান জানান। এই বৈঠকে বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নিবার্চন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানসহ ১৭৪ জন প্রাথীর্ উপস্থিত ছিলেন। এ তথ্য জানান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়ের সদস্য শায়রুল কবির খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে