বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এরশাদের জাতীয় পাটিের্ত সংস্কারের ভাবনা কাদেরের

যাযাদি রিপোটর্
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সবর্ময় ক্ষমতা, দলের প্রেসিডিয়াম সদস্যদের কাযর্পরিধিসহ গুরুত্বপূণর্ কিছু বিষয়ে দলের গঠনতন্ত্রে পরিবতর্ন আনার আভাস দিয়েছেন কো-চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেছেন, দলের আগামী কাউন্সিলেই প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে এসব বিষয়ে আলোচনা করা হবে।

নব্বই ছুঁই ছুঁই এরশাদ নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ঘোষণা দিয়েছেন, তার অবতর্মানে দলের চেয়ারম্যান হবেন তার ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

স্ত্রী ও বিদায়ী সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে বাদ রেখে ভাই জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় উপনেতাও বানিয়েছেন এরশাদ।

একাদশ সংসদ নিবার্চনে জাতীয় পাটির্র এককভাবে ভোট না করা, মহাজোটের সঙ্গে জোট বঁাধা, সংসদে প্রধান বিরোধী দল হওয়া, অসুস্থ অবস্থায় নিজেই বিরোধীদলীয় নেতা হয়ে যাওয়াÑ এসব সিদ্ধান্ত এরশাদ একাই নিয়েছেন, যা নিয়ে আপত্তি এসেছে দলের বৈঠকে।

দলে এরশাদের সবর্ময় ক্ষমতা নিয়ে একসময় সরব হয়েছিলেন তার স্ত্রী পাটির্র সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এরশাদ দলের সব সিদ্ধান্ত একাই নেন বলে তাকে ‘একনায়ক’ হিসেবেও বণর্না করেছিলেন রওশন। এবার নিবার্চনের পর দলের প্রতিষ্ঠাবাষির্কীর সভায় ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন পাটির্র প্রেসিডিয়াম সদস্য ঠিক করার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়েও মুখ খোলেন।

এসব সমস্যার সমাধানে প্রেসিডিয়াম সদস্যরা উদ্যোগী হবেন জানিয়ে জি এম কাদের বলেন, ‘আগামীতে যখন কাউন্সিল করব, তখন নতুন করে এগুলোর পরিবতর্ন করা হবে, শাফল করা হবে। তখন এগুলোর বিষয়ে আমরা দেখব আর কি।’

তিনি বলেন, ‘মোটামুটি একটা নীতিমালা করব আমরা। আমরা লক্ষ্য রাখব, এতে যেন দলে একটা শৃঙ্খলা থাকে, যেন কোনো বিতকের্র সুযোগ না থাকে।’

জাতীয় পাটির্র সবের্শষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের এপ্রিলে। গঠনতন্ত্র অনুযায়ী চলতি বছর এপ্রিলেই আবার কাউন্সিল হওয়ার কথা।

দলের দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বলেছেন, কয়েকটি জেলায় কাউন্সিল সম্পন্ন হলে আগামী দু-তিন মাসের মধ্যে জাতীয় পাটির্র কেন্দ্রীয় কাউন্সিলের উদ্যোগ নেয়া হবে।

কাউন্সিলের আগেই সম্প্রতি বেশ কয়েকজন নেতাকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়ামে অন্তভুর্ক্ত করেন এরশাদ, যা নিয়ে পাটির্র বিভিন্ন পযাের্য়র নেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে জি এম কাদের বলেন, ‘সিদ্ধান্ত উনি নিজেই নিয়েছেন। কারও সাথে পরামশর্ করে কিছু করেননি। উনি নিজের ডিসিশনে করেছেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

এরশাদের একক কতৃর্ত্ব নিয়ে দলে বিতকের্র বিষয়ে কাদের বলেন, ‘একচুয়ালি প্রেসিডিয়াম তৈরি করার ব্যাপারে, বা অন্যান্য পদ-পদবি তৈরি করার ব্যাপারে দলের গঠনতন্ত্রে ঢালাও কতৃর্ত্ব দেয়া আছে চেয়ারম্যানকে।

‘অনেক সময় অনেক কারণে তিনি এগুলো করেন, পাটির্র স্বাথের্ করেন। গঠনতন্ত্র অনুযায়ী উনার করার অধিকার আছে। উনার সে যোগ্যতাও আছে।’

সম্প্রতি দলের এক বৈঠকে রওশন এরশাদ আবারও এরশাদের ভূমিকা নিয়ে সংক্ষুব্ধ হয়ে উঠেছিলেন বলে জানা যায় জাতীয় পাটির্র নেতাদের কথায়।

সে ঘটনা স্বীকার করে জি এম কাদের বলেন, ‘কেউ যদি গলা উঁচিয়ে বলে, তবে সেটাকে বাকবিতÐা বলা হয়। তবে এটার মানে যে বিরাট কিছু অচলাবস্থা ধারণ করেছে, এমন কিছু নয়। মতামত দিতে বলা হয়েছে, সকলে মতামত দিয়েছে। পরে সেটা আমরা সাংবাদিকদের সামনে প্রকাশও করেছিলাম।’

দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের অবস্থান নিয়ে স্পষ্ট কিছু না বললেও কাদের বলেন, ‘দলে যে পরিবতর্ন হতে পারে পাটির্র চেয়ারম্যান সে ভূমিকাই নিয়েছেন। সেখানে ব্যক্তিবিশেষের বলার বা করার কিছু থাকে না।’

তবে দলের সব সিদ্ধান্তে এরশাদের একক কতৃের্ত্বর বিষয়টি নিয়ে আগামী কাউন্সিলে যে আলোচনা হবে, তার আভাস স্পষ্ট করেই দিয়েছেন তার ভাই।

তিনি বলেন, ‘পাটির্ চেয়ারম্যানের সবর্ময় ক্ষমতা আছে। পাটির্র ভাবমূতির্ উনার ওপর ডিপেন্ড করে। আমাদের যে সমথর্ন আছে, তার অনেকটা কারণ তিনি নিজে। দেখা যাক, সামনের কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করা হবে।’

দলের গঠনতন্ত্রে পরিবতর্ন আনতে জ্যেষ্ঠ কোনো নেতাকে প্রধান করে একটি উপ কমিটি করা হবে বলে জানান জি এম কাদের।

তিনি দাবি করেন, জাতীয় পাটির্র সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্তকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।

‘সংসদে যারা আমাদের বিরোধী দল, যারা প্রতিদ্ব›দ্বী ছিল, ভোটে তাদের বিপযর্য় হয়েছে। সংসদটাকে কাযর্কর করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমাদের বিরোধীর দায়িত্ব দেয়া হয়েছে। আমরা সে দায়িত্ব নিতে চেয়েছিলাম, সবাই সেটাকে স্বাগত জানিয়েছে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জাতীয় পাটির্ অংশীদারিত্ব নিলে সংসদ ‘একতরফা’ হয়ে যেত মন্তব্য করে বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, ‘তখন জনগণের কল্যাণে কাজ করতে অসুবিধা হতে পারত।’

জাতীয় পাটির্ ছাড়াও মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নিবার্চন করেছে জাসদ, ওয়াকার্সর্ পাটির্, তরীকত ফেডারেশন ও বিকল্পধারা। নিবার্চনে জাতীয় পাটির্ ২২টি এবং বাকি দলগুলো ৭টি আসন পেয়েছে। তবে আওয়ামী লীগের এবারের মন্ত্রিসভায় শরিক দলের কারও জায়গা হয়নি।

এ বিষয়ে জি এম কাদের বলেন, ‘আমরা প্রধান বিরোধী দল হিসেবে থাকব। সেখানে আলাপ-আলোচনা ও পরামশর্ করে একতাবদ্ধভাবে কিছু করতে পারলে পরিধি বাড়বে। আমাদের ভয়েস জোরালো হবে। উনারা (অন্য শরিকরা) যদি আমাদের সঙ্গে আসেন, তবে সংঘবদ্ধভাবে জনগণের কথা বলার চেষ্টা করব।’

সংসদ নিবার্চনের পর দুই মাস বিরতি দিয়ে উপজেলা পরিষদ নিবার্চন শুরু করতে যাচ্ছে নিবার্চন কমিশন; জাতীয় পাটির্ও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানান কাদের।

তিনি বলেন, ‘উপজেলা নিবার্চনে যারা আগ্রহী, যারা প্রাথীর্ হতে চান তাদের বায়োডাটা পাটির্ অফিসে জমা দিতে বলা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32375 and publish = 1 order by id desc limit 3' at line 1