শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

মাউসই পুরো

কম্পিউটার!

যাযাদি ডেস্ক

নতুন প্রজন্মের মাউস বানিয়েছেন ইউটিউবার ইলেকট্রনিক গ্রেনেড। কম্পিউটারের সঙ্গে সাধারণভাবেই কাজ করবে মাউসটি। তবে আলাদাভাবেই এটি একটি পুরোদস্তুর কম্পিউটার।

মাউসটিতে রাখা হয়েছে ছোট পদার্ এবং কিবোডর্Ñ খবর প্রযুক্তি

সাইট ভাজের্র।

ইলেকট্রনিক গ্রেনেড জানায়, ‘কম্পিউটার-মাউসটি’ একটি ৩ডি প্রিন্টেড কেইস-এর মধ্যে বানানো হয়েছে। এর মধ্যে বসানো হয়েছে রাসবেরি পাই জিরো ডবিøউ এবং অন্যান্য সেন্সর। ডিভাইসটির ওপরের দিকে রাখা হয়েছে ১.৫ ইঞ্চি ওলেড পদার্। আর পাশ দিয়ে টেনে বের করা যায় একটি বøুটুথ কিবোডর্। পুরো ডিভাইসটি সাধারণ মাউসের তুুলনায় আকারে কিছুটা বড়। কিন্তু বাস্তব একটি কম্পিউটার হিসেবে চিন্তা করলে এটি দারুণ কিছু হতে পারে।

১৩০০ রুপিতে

নারকেল মালা!

যাযাদি ডেস্ক

শুকনো নারকেলের মালা বা খোলা কখনও কিনেছেন? তা আবার ১৩০০ রুপিতে। অনলাইন বিপণি সংস্থা আমাজন ওই দামেই বিক্রি করছে নারকেলের মালা, তাও অধের্ক। তাদের ওয়েবসাইটে এ পণ্য দেখে বেহুঁশ হওয়ার

জোগাড় গ্রাহকদের।

আমাজনে ১২৯০ থেকে ১৩৬৫ রুপি পযর্ন্ত দামে অধের্ক নারকেলের খোলা বিক্রি হচ্ছেÑ এ খবর প্রকাশ্যে আসতে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে আমাজন কতৃর্পক্ষের চোখ এড়িয়ে অবাধে বিক্রি হচ্ছে এমন প্রোডাক্ট? আমাজনের এমন উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন তারা। যদিও সংস্থার তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনও। এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন গ্রাহকরা।

স্কুলে যাওয়া হলো না হৃদয়ের

যাযাদি ডেস্ক

স্কুলের উদ্দেশে রওনা হলেও স্কুলে আর যাওয়া হলো না তৃতীয় শ্রেণির শিক্ষাথীর্ হৃদয়ের। পথে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি কেড়ে নিল ছোট্ট হৃদয়ের প্রাণ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়ায় এ দুঘর্টনা ঘটে।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচাজর্ এসআই আব্দুর রহমান জানান, হৃদয় চরপাড়ার মÐলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে। সকালে হৃদয় বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে চরপাড়া মোড়ে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রলিটি আটক করা গেলেও চালক পলাতক।

নারায়ণগঞ্জে শিশুর

মরদেহ উদ্ধার

যাযাদি ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তানজিল (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের রসুরবাগ এলাকার আলম খানের ভাড়াবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তানজিল রসুরবাগ এলাকার আলম

খানের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদশর্ক (এসআই) শামীম হোসেন জানান, তানজিল নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে কেউ শ্বাসরোধে

হত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32677 and publish = 1 order by id desc limit 3' at line 1