মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাতের অঁাধারে জনগণের ভোটাধিকার পদদলিত হয়েছে : সেলিম

যাযাদি রিপোটর্
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকারকে পদদলিত করা হয়েছে। ভুয়া ভোট করে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন সরকার জনগণের ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। গণবিরোধী অন্ধকারের রাজনীতি এখন অন্ধকারের অথর্নীতির জন্ম দিচ্ছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, ডা. সাজেদুল হক রুবেল। চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কমর্সূচির অংশ হিসেবে গতকাল এক কমর্সূচি পালন করে সিপিবি।

মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘জনসমথের্নর তোয়াক্কা না করে ক্ষমতা টিকিয়ে রাখতে লুটেরা ধনিক শ্রেণিকে সুবিধা পাইয়ে দিতে সরকার নানা গণবিরোধী তৎপরতা চালাচ্ছে। জনগণের বিপক্ষে দঁাড়িয়ে দুনীির্তবাজ, লুটেরাদের স্বাথর্ রক্ষা করছে সরকার। সরকারের সক্রিয় সহযোগিতায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার বলেছে যেভাবে ‘শান্তিপূণর্ভাবে’ ভোট হয়েছে, তেমনি ‘শান্তিপূণর্ভাবে’ই আগামীতে দেশ চালাবে। সরকারের এই কথা থেকেই বোঝা যায়, যেভাবে ভোট ডাকাতি হয়েছে তেমনি করেই সরকার আগামীতে জনগণের সম্পদ ডাকাতি করতে চায়।’

সরকারের গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহŸান জানিয়ে সেলিম বলেন, জনগণকে সবসময় সজাগ থাকতে হবে। জমি বন্ধক রাখা যায়, কিন্তু স্বাথর্ কখনো বন্ধক রাখা যায় না। লড়াইয়ের মাধ্যমেই সরকারকে যথাযথ জবাব দিতে হবে।

মোহাম্মদ শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের অথর্নীতির বিপরীতে দেশ এখন চলছে মুক্তবাজার অথর্নীতিতে। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হবে। ভোট ও ভাতের অধিকার আদায় করতে নীতি ও ব্যবস্থার বদল ঘটাতে হবে। তার জন্য জনগণকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে নেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং জনগণের স্বাথের্ বাজার নিয়ন্ত্রণের জন্য মজুদদার-মুনাফাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে নেতারা রেশনিং ও গণবণ্টনব্যবস্থা চালুর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33363 and publish = 1 order by id desc limit 3' at line 1