বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

যাযাদি ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ খুরেরমুখ এলাকা থেকে ফের ২২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বডার্র গাডর্ বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার রাতে তাদের উদ্ধারের পর সোমবার দুপুরে স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছে। তারা সবাই কুতুপালং এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আছাদুজ্জমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মালয়েশিয়া যাওয়ার জন্য বোটের অপেক্ষায় ছিল ২২ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ফেরত নিয়ে আসে। সোমবার পরিচয় নিশ্চিত করে তাদের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহে মালয়েশিয়া পাচারকালে আরও ৫০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে পুলিশ ও বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36369 and publish = 1 order by id desc limit 3' at line 1