শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিবর্তন হচ্ছে উত্তরার '৭৯১' ও '৭৯২' ডিজিটের ফোন নম্বর

যাযাদি রিপোর্ট
  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০

কারিগরি ত্রম্নটি দেখা দেয়ায় উত্তরা টেলিফোন এঙ্চেঞ্জে কিছু টেলিফোন নম্বর অচল হয়ে পড়েছে। কারিগরিভাবে ত্রম্নটিমুক্ত করা সম্ভব না হওয়ায় সেগুলো শেষ পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, এ অবস্থায় উত্তরার '৭৯১' গ্রম্নপের টেলিফোন নম্বর '৪৮৯৬' গ্রম্নপে পরিবর্তিত হবে এবং শেষ চার ডিজিট অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, নতুন নম্বর হবে আট ডিজিটসম্পন্ন। যেমন- পুরাতন সিরিজ '৭৯১ঢঢঢঢ' এর পরিবর্তে হবে '৪৮৯৬ঢঢঢঢ'। আর '৭৯২০' গ্রম্নপ ( সেক্টর-১২) এর নম্বরগুলো '৫৫০৮' গ্রম্নপের নম্বর দিয়ে রূপান্তর করা হচ্ছে। তবে শেষ চার ডিজিট অপরিবর্তিত রাখা সম্ভব হবে না। গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত নম্বর টেলিফোনে জানানো হবে বলে জানায় বিটিসিএল। নম্বর পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে '৭৯১' গ্রম্নপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৪১২ এবং'৭৯২' গ্রম্নপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৩৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট (িি.িনঃপষ.পড়স.নফ) এ দেয়া আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে