শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
সংবাদ সংক্ষেপ

জ্বলন্ত চোখের মাকড়সার জীবাশ্ম

যাযাদি ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৫
সংবাদ সংক্ষেপ

দক্ষিণ কোরিয়ায় ১০০ মিলিয়ন বছর আগের রহস্যময় মাকড়সার জীবাশ্ম আবিষ্কার করেছেন সেখানে কর্মরত জীবাশ্মবিদরা। জীবাশ্মগুলোর চোখ এখনো জ্বলজ্বলে বলে জানিয়েছেন তারা। লাইভ সায়েন্স'র রিপোর্টে বলা হয়েছে, কোরিয়ান উপদ্বীপে সহজেই পাতলা পাতে বিভক্ত হয়ে যায় এমন শ্লেটজাতীয় নরম শিলার ভেতর ক্রিটেসিয়াস যুগের ১১টি মাকড়সার জীবাশ্ম পাওয়া যায়। এদের মধ্যে দুটির চোখ জ্বলজ্বলে যা 'টেপেটামস' নামে পরিচিত। এর এমন ট্রেস রয়েছে, যা রেটিনার মাধ্যমে চোখের পেছনের দিক থেকে হালকা বাউন্স করে। মাকড়সার জীবাশ্মগুলো এমন শিলার মধ্যে পাওয়া গেছে যেখানে ছোট ছোট মাছ এবং কঠিন আবরণযুক্ত জলজ প্রাণির অবশিষ্টাংশও রয়েছে। ওই এলাকায় ১১০ থেকে ১১৩ মিলিয়ন বছর আগে এসব মাকড়সার বিচরণ ছিল বলে গবেষকরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে