শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংসদরাও বাদ যাবেন না অপেক্ষা করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

যাযাদি রিপোটর্
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা পঁাচটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি মাদক ব্যবসায়ীদের তালিকায় যাদের নাম কমন পড়ছে, তাদেরই আটক করছি। বিচারে নিদোর্ষ হলে ছেড়ে দিচ্ছি। আমরা কোনো ক্রসফায়ার করছি না।’ তিনি আরও বলেন, ‘সাংসদরাও বাদ যাবেন না। অপেক্ষা করুন।’

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোটার্সর্ ইউনিটিতে ‘মিট দ্য রিপোটার্সর্’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ কোনো গডফাদার কেন পড়ছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম বিভিন্ন তালিকায় এলেও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে মাদক অধিদপ্তর একটি ঠুঁটো জগন্নাথ ছিল। আমরা এসে লোকবল বাড়িয়েছি এবং মাদকের বিরুদ্ধে অভিযান করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ নন। তার স্বাস্থ্যহানিও হয়নি। তারপরও তাকে আমরা চিকিৎসার জন্য দুটি হাসপাতালে সুযোগ দিয়েছিলাম। কিন্তু তিনি তা নেননি। কারাবিধি মেনে এর বাইরে কিছু করা সম্ভব নয়।’

বৈঠকের শুরুতে মন্ত্রী তার মন্ত্রণালয়ের সফলতার বিভিন্ন কাযর্ক্রম তুলে ধরেন। এ সময় ঢাকা রিপোটার্সর্ ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা মোকাবিলা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।’ এ সময় তাকে প্রশ্ন করা হয়, রোহিঙ্গারা ৩০ হাজার টাকায় বাংলাদেশে পাসপোটর্ নিয়ে বিদেশে চলে যাচ্ছেÑ এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন? জবাবে তিনি বলেন, ‘বিষয়টি ঠিক আছে। তবে যারা ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা আন্তজাির্তক চাপ অব্যাহত রেখেছি।’

টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়াডের্র কাউন্সিলর একরামুল হক হত্যার বিচারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তার পরিবারসহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেদন পেলেই আমরা জানাতে পারব।’ গত ২৬ মে র?্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় একরামুল হক।

এ সময় বিচারবহিভূর্ত হত্যাকাÐের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গুম হচ্ছে না। প্রেম ও ব্যবসায় ব্যথর্ হয়ে নানা জন নানা দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি। কেউ গুম হচ্ছে না।’

বৈঠকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, তদন্ত প্রতিবেদন কি আলোর মুখ দেখবে? জবাবে মন্ত্রী বলেন, ‘আদালত র‌্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। র?্যাব বিষয়টি নিয়ে কাজ করছে। পৃথিবীজুড়ে অনেক তদন্ত আছে, যেগুলো বছরের পর বছর ধরে চলে।’ এ সময় বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘কাজ চলছে, দ্রæতই ফিরিয়ে আনা হবে।’

সিটি করপোরেশন নিবার্চনে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযোগ ছাড়া কাউকে ধরা হয় না।’

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ভ‚মিকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘

বিশ্ববিদ্যালয়ে কখনো পুলিশ যায় না। যখনই বিশ্ববিদ্যালয় পুলিশ চায়, তখনই যায়। উপাচাযের্র বাড়িতে যে ঘটনা হয়েছে, তা খুবই লজ্জাজনক। আমরা ভিডিও ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানি করে যারা বক্তব্য দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নিদের্শ দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4067 and publish = 1 order by id desc limit 3' at line 1