logo
শুক্রবার ২৪ মে, ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ১৫ মার্চ ২০১৯, ০০:০০  

ঢাকার রাস্তায় 'আমার শপথ'

ঢাকার রাস্তায় 'আমার শপথ'
আমার শপথ-এর সেই টি-শার্ট গায়ে এক ক্ষুদ্র ব্যবসায়ী -যাযাদি
রাজধানীর বাড্ডায় বাসে উঠে দেখা গেল চালক ও সহকারী পরে আছেন মজার এক টি-শার্ট! টি-শার্টের গায়ে লেখা 'আজ থেকে আমার শপথ, নিয়ম মেনে চলব পথ'।

এরপর বাস থেকে নামতেই গুলশান ডিএনসিসির মার্কেটের সামনে ফুলের এক দোকানদারের গায়েও এমন টি-শার্ট দেখা গেল। যেখানে লেখা আছে 'আমার শপথে বলতে চাই, ইভ টিজিং-এ শরম পাই'।

এভাবেই ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেখা গেল শিক্ষার্থী, পথচারী থেকে শুরু করে চাকরিজীবীরাও শপথ নেয়া টি-শার্ট পরে আছেন।

বুধবারই ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল কিছু শপথের কথা। যেখানে বলা হয়েছিল দুর্নীতি, ইভ টিজিং, মাদকসহ এমন অনেক সামাজিক সমস্যার বিপক্ষে শপথ নেয়ার কথা।

প্রতিটি শপথের সঙ্গেই 'আমার শপথ' কথাটি যুক্ত। একই সঙ্গে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, সেই শপথ লেখা সাদা টি-শার্টে ঘুরে বেড়াচ্ছে বিভিন্নস্তরের মানুষ।

কে বা কারা এ ধরনের উদ্যোগ নিয়েছে তা এখনো জানা যায়নি। কিন্তু স্বাধীনতার মাসে এ ধরনের শপথগুলো বেশ নাড়া দিয়েছে সবাইকে। তাই, সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে প্রচুর। সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছে, দেয়ালে লেখা শপথগুলো ও টি-শার্ট পরা লোকগুলোকে। তাদের ছবিও খুব শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

শহর জীবনের নানান ব্যস্ততার মাঝেও এ ধরনের ভিন্নধর্মী একটি উদ্যোগ আসলেই আমাদের মনে করিয়ে দিচ্ছে, নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের কথা। এসব শপথের কথাগুলো তাই সর্বস্তরের মানুষের মনে নাড়া দিয়েছে বেশ গভীরভাবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে