logo
বৃহস্পতিবার ২৩ মে, ২০১৯, ৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৫ মার্চ ২০১৯, ০০:০০  

মোবাইল ফোনে বাঁচল প্রাণ!

মোবাইল ফোনে বাঁচল প্রাণ!
তীরবিদ্ধ মোবাইল ফোন
প্রতিবেশীর ছোড়া তীর মোবাইল ফোন দিয়ে ঠেকিয়ে প্রাণ রক্ষা করেছেন এক অস্ট্রেলীয় ব্যক্তি। বুধবার নিউ সাউথ ওয়েলসের নিমবিনে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, বাড়ির সামনে পরিচিত ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়ান এক অস্ট্রেলীয়। যার সঙ্গে ঝগড়ায় জড়ান তার কাছে তীর, ধনুক ছিল। ঝগড়ার একপর্যায়ে সে তীর ছুড়ে মারে। এ সময় মোবাইল ফোনটি মুখের সামনে থাকায় ধেয়ে আসা তীর থেকে রক্ষা পান ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তীরটি মোবাইল ফোন ভেদ করে অপর পাশ পর্যন্ত পৌঁছে যায়, এতে ফোনটির গস্নাস ভেঙে তার মুখে আঘাত লাগে। এতে সামান্য একটু কেটে গেলেও তিনি প্রাণে রক্ষা পান। পরে ঘটনাস্থল থেকে তীর ছোড়া ব্যক্তিকে

গ্রেপ্তার করে পুলিশ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে