logo
রোববার ২৬ মে, ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৫ মার্চ ২০১৯, ০০:০০  

নসিমনের ধাক্কায় পথচারী নিহত

ঈশ্বরদী পৌর এলাকায় রাস্তা পারাপারের সময় পেঁয়াজভর্তি একটি নসিমনের ধাক্কায় গণেশচন্দ্র সাহা (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর এলাকার কাচারীপাড়া মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গণেশ পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সকালে কাচারীপাড়া মসজিদ মোড়ে ঘোরাঘুরি করছিলেন তিনি। ঈশ্বরদী শহর থেকে বাঘা অভিমুখে যাওয়া পেঁয়াজভর্তি নসিমনের সামনে মাথা ঘুরে পড়ে যান। এ সময় নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান গণেশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নসিমনসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে