বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র্যাব গ্রেপ্তার করার আট ঘণ্টা পর যুবকের মৃতু্র্যযাব গ্রেপ্তার করার আট ঘণ্টা পর যুবকের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

পটুয়াখালীর বাউফল উপজেলায়র্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্(যাব) হাতে এক যুবক গ্রেপ্তার হওয়ার প্রায় আট ঘণ্টা পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃতু্য হয় যুবকের।র্ যাবের দাবি, ওই যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার এড়াতে অতিরিক্ত ইয়াবা খাওয়ার ফলে তার মৃতু্য হয়।

মারা যাওয়া যুবকের নাম মো. শাকিল খান (২৮)। তার বাড়ি দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামে। তার বাবার নাম মো. শাহ আলম খান। বৃহস্পতিবার রাত ১১টার পর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে শাকিলের মৃতু্য হয়।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিলকে বৃহস্পতিবার বিকেলে দশমিনা উপজেলার রমানাথ সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গ্রেপ্তার করে পটুয়াখালীর্ যাব-৮ এর একটি দল।

প্রত্যক্ষদর্শী ও শাকিলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে শাকিলকে সাদা পোশাকধারী কয়েকজন আটক করে মারধর করে। স্থানীয় লোকজন বাধা দেয়ার চেষ্টা করে। তবে সাদা পোশাকধারী ব্যক্তিরার্ যাবের পরিচয়পত্র দেখালে স্থানীয় লোকজন সরে দাঁড়ায়।

র্

যাবের দাবি, গ্রেপ্তার এড়াতে শাকিল সঙ্গে থাকা অনেক ইয়াবা বড়ি খেয়ে ফেলেন। এ কারণে অসুস্থ হয়ে তার মৃতু্য হয়েছে।

স্থানীয় বাসিন্দা,র্ যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ছিলেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা ছিল।

শাকিলের এক স্বজন অভিযোগ করেন, শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে বেলা সাড়ে ৩টায়। অথচ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে রাত ১১টা ১০ মিনিটে। গ্রেপ্তারের আগেই শাকিল ইয়াবা ট্যাবলেট খেয়ে থাকলে দীর্ঘ সময়ে কেন শাকিলকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়নি?

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসা কর্মকর্তা আখতারউজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটের দিকের্ যাবের সদস্যরা শাকিলকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপেস্নক্সে এনে ভর্তি করান।র্ যাবের সদস্যরা জানান, শাকিল ইয়াবা বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ওই সময় শাকিল কথা বলতে না পারলেও ইয়াবা বড়ি খাওয়ার কথা মাথা নেড়ে স্বীকার করেন। তার পাকস্থলী ওয়াশের জন্য ওয়াশকক্ষে নেয়া হলে তার মৃতু্য হয়। চিকিৎসক বলেন, অতিরিক্ত ইয়াবা বড়ি সেবনে বিষক্রিয়ায় তার মৃতু্য হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ভর্তি খাতার তথ্য অনুযায়ী,র্ যাব-৮ এর দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) সোয়েব আহম্মেদ শাকিলকে ভর্তি করান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42268 and publish = 1 order by id desc limit 3' at line 1