শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের 'দফতরি' পদ অস্থায়ী টাকা লেনদেনে সতর্কতা

যাযাদি রিপোর্ট
  ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি-কাম-প্রহরী পদে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের জন্য সৃজিত পদটি সম্পূর্ণ অস্থায়ী জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দফতরি পদে চাকরি নেয়ার জন্য টাকা-পয়সার লেনদেন সমীচীন হবে না।

মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত মঙ্গলবার 'সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি'-তে এ সতর্ক করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একটি করে অস্থায়ী ভিত্তিতে সৃজিত দফতরি-কাম-প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের উদ্দেশে জারি করা নীতিমালা অনুযায়ী উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক নিয়োগ দেয়া হয়। এ পদটি সরকারের রাজস্ব খাতের কোনো পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ।

'এই মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এ পদে নিয়োগের জন্য কোনো কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করা হচ্ছে। যেহেতু এ পদটি সম্পূর্ণ অস্থায়ী এবং এটি রাজস্ব খাতের কোনো পদ নয় সেহেতু এ পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের চাকরি স্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই।'

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দফতরি-কাম-প্রহরী পদে চাকরি নেয়ার জন্য কোনো ব্যক্তি, কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠানকে অর্থ দেয়া সমীচীন হবে না। এতে এ পদে চাকরিপ্রার্থী ও গ্রহীতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

'এমতাবস্থায় সম্পূর্ণ অস্থায়ী পদ হিসেবে সৃজিত দফতরি কাম প্রহরী পদে নিয়োগ লাভের জন্য কোনোরূপ আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেয়া হলো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46610 and publish = 1 order by id desc limit 3' at line 1