বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভাজন নয়, ঘুরে দাঁড়াবে বিএনপি: মির্জা ফখরুল

যাযাদি রিপোর্ট
  ৩০ মে ২০১৯, ০০:০০
আপডেট  : ৩০ মে ২০১৯, ০০:০৯
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যাযাদি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে হতাশার কথা বলেন, তিনি হতাশায় বিশ্বাস করেন না। শহীদ জিয়ার চিন্তা ও আদর্শ এবং খালেদা জিয়ার অবদান ব্যর্থ হওয়ার নয়। তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। কাজেই বিভেদ-বিভাজন নয়, বিএনপি ঘুরে দাঁড়াবে বলে তার বিশ্বাস। বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকীতে তাদের শপথ নিতে হবে যে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্তি ও বিভাজনের কোনো চিন্তা করবেন না। শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালো বেসেছেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, অবশ্যই তারা উঠে দাঁড়াবেন, বিএনপি উঠে দাঁড়াবে, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে। খালেদা জিয়ার অবদান, ত্যাগ স্বীকার কখনোই ব্যর্থ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, 'আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য শপথগ্রহণ করি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শপথগ্রহণ করি এবং বিএনপিকে একটি সত্যিকার অর্থেই শক্তিশালী সংগঠন, যা জনগণের মাঝে সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথগ্রহণ করি।' দলকে সুসংগঠিত করতে \হহবে : মোশাররফ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলকে সুসংগঠিত করে ইস্পাত কঠিন ঐক্য তৈরি করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, 'গঠনতন্ত্র মোতাবেক দলকে সুসংগঠিত করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ ও গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করতে হবে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।' তিনি বলেন, 'আমরা যদি গঠনতন্ত্র অনুযায়ী দলকে সুসংগঠিত করি, বিএনপির আদর্শ ও দর্শনকে তরুণ প্রজন্মের কাছে, প্রকৃতপক্ষে তাদের উপলব্ধিতে ঢুকিয়ে দিতে পারি, তবে আমাদের পক্ষে অনেক কিছুই সম্ভব।' তিনি বলেন, জিয়াউর রহমানের একটা বাণী ছিল দেশের স্বার্থে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করা। ইস্পাত কঠিন গণঐক্য ছাড়া এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে জনগণকে মুক্ত করা সম্ভব নয়। এ জন্য আমরা যার যার অবস্থান থেকে সক্রিয় থাকব। ক্ষোভ-বিভ্রান্তি তৈরি \হহয়েছে :মওদুদ বিএনপির স্থায়ী কমিটি সদস্য মওদুদ আহমদ বলেন, 'যে নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করলাম, যে সংসদকে আমরা অবৈধ বলেছি, সেই সংসদে যোগদানের কারণে আমাদের নেতা-কর্মীদের মধ্যে অনেক ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি দূর করতে না পারলে আমরা জাতীয়ভাবে এগিয়ে যেতে পারব না।' তিনি বলেন, 'আমরা একাদশ জাতীয় সংসদকে অবৈধ সংসদ বলেছিলাম। সে জন্য স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। এই নির্বাচনে অংশ নেয়ায় ২১০ জনকে আমরা বহিষ্কার করেছি। জাতীয় সংসদের ২৯৯টি আসনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে হামলার শিকার হয়েছেন। নিহতও হয়েছেন। এই সংসদে যোগ দেয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। অনেকের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে।' মওদুদ আহমেদ আরও বলেন, 'আজ না হোক কাল, যখন খালেদা জিয়া মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন। কিন্তু তিনি এখন আমাদের নেতৃত্ব দিতে পারছেন না। আমাদের নেতা (তারেক রহমান) ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। এখন আমাদের প্রয়োজন সব ক্ষেত্রে ঐক্য বজায় রাখা।' আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, সেলিমা রহমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে