শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে লোক দেখানো কর্মসূচি নয়: ওবায়দুল কাদের

নতুনধারা
  ০৮ আগস্ট ২০১৯, ০০:০০
আপডেট  : ০৮ আগস্ট ২০১৯, ০০:০৭
বুধবার রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে বক্তৃতা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -যাযাদি

যাযাদি রিপোর্ট ডেঙ্গু মোকাবিলায় মশা নিধনের জন্য 'লোক দেখানো' কর্মসূচি পালন না করতে সিটি কর্পোরেশনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে ঢাকার মিরপুর মাজার রোডে এক পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে ওবায়দুল কাদের বলেন, 'আমি অনুরোধ করব, দায়সারা গোছের ওষুধ ছিটানোর প্রয়োজন নেই। যেই ওষুধে সত্যিকার অর্থে মশক নিধন হবে, মানুষ চায় সেই ওষুধটা। আমরা লোক দেখানো কর্মসূচি দিয়ে জনগণকে ভাওতা দিতে চাই না, প্রতারণা করতে চাই না।' ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন করতে 'পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ' শিরোনামে এই কর্মসূচি পালন করছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বক্তব্য দিচ্ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। মশা মারার ওষুধ প্রসঙ্গে কাদের বলেন, মশার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রম্নতগতিতে এগিয়ে চলছে। দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় এসে পৌঁছাবে। লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডেঙ্গু নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, কারও ঘরের কাছে বা ঘরে যদি এ ধরনের পানি জমা থাকে, আর যদি প্রমাণিত হয় যেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হচ্ছে, এ রকম আমরা যদি দেখতে পাই, তাহলে তাদেরকে ফাইন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সরকারের তরফ থেকে ২৩ জনের ডেঙ্গুতে মৃতু্যর খবর নিশ্চিত করা হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবরে এই সংখ্যা কয়েকগুণ বেশি। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী যতদিন আমরা এই ডেঙ্গু জ্বর আর এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। নগরবাসীকে যার যার ঘর, ঘরের আঙিনা, যার যার কর্মস্থল, আশপাশের এলাকা, স্কুল, কলেজ ক্যাম্পাস এবং বিপণি বিতান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, এটাই হচ্ছে শেখ হাসিনার নির্দেশ। তিনি বলেন, আমাদের এই প্রোগ্রাম হচ্ছে; অ্যাকশন প্রোগ্রাম। এই অ্যাকশন শেখ হাসিনার অ্যাকশন, ডেঙ্গু বিরোধী অ্যাকশন, এডিস বিরোধী অ্যাকশন। এটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে মশারি ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। কাদের আরও বলেন, মশারি টাঙানোর বিকল্প নেই। আপনি যখন ঘুমোতে যাবেন, রাতের বেলায় এবং দিনের বেলায়ও মশারি ব্যবহার করবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ 'সফল হবে'- এমন আশা প্রকাশ করে দলের সাধারণ সম্পাদক বলেন, মানুষ আজ এই প্রাণঘাতী ডেঙ্গু জ্বর থেকে মুক্তি চায়। মানুষ আজ এডিস মশার উপদ্রম্নপ থেকে বাঁচতে চায়। মানুষের থেকে মশক শক্তিশালী নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সমন্বিত উদ্যোগে এই প্রাণঘাতী মশক নিধনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইনশালস্নাহা আমরা সফল হব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে