শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
সিপিডির বাজেট সংলাপ

আথির্ক ব্যবস্থাপনা বিপজ্জনক অবস্থায়: রেহমান সোবহান

দীঘর্ মেয়াদের বিনিয়োগের জন্য বিশেষায়িত আথির্ক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। আশি ও নব্বইয়ের দশকে এসব প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়েছিল
যাযাদি রিপোটর্
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:৪৬

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, ব্যাংক খাতে এখন স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীঘের্ময়াদি ঋণ দেয়া হচ্ছে। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানতের ওপর নিভর্রশীল। দীঘের্ময়াদি ঋণ দেয়ার ফলে এসব স্বল্পমেয়াদি আমানতকারীদের জন্য ঝুঁকি বাড়ছে; যা আথির্ক ব্যবস্থাপনাকে আরও বিপজ্জনক করে তুলছে।

রেহমান সোবহান আরও বলেন, দীঘর্ মেয়াদের বিনিয়োগের জন্য বিশেষায়িত আথির্ক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। আশি ও নব্বইয়ের দশকে এসব প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়েছিল। অন্যদিকে দীঘের্ময়াদি ও বড়, নতুন বিনিয়োগের উৎস হিসেবে পরিচিত শেয়ারবাজার কাযর্কর নয়। তিনি মনে করেন, ঋণের প্রাপ্যতা ও বিনিয়োগের সুরক্ষার জন্য আথির্ক খাতের কাঠামোগত সংস্কার প্রয়োজন। খেলাপি ঋণ সমস্যার দ্রæত সমাধান হওয়া উচিত।

রোববার সিপিডি আয়োজিত বাজেট-বিষয়ক সংলাপে বিশিষ্ট অথর্নীতিবিদ রেহমান সোবহান এসব কথা বলেন। রাজধানীর লেকশোর হোটেলে এই সংলাপ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন রেহমান সোবহান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিপিডির নিবার্হী পরিচালক ফাহমিদা খাতুন। সঞ্চালনা করেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ব্যাংক নিয়ে যে দুভার্বনা আছে, তা ঠিক করতে দুই মাসই যথেষ্ট। ব্যাংক খাতের খারাপ যারা, তাদের বিচারের কাঠগড়ায় দঁাড় করানো হবে। পাওনা আদায় করা হবে।

বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ থেকে বছরে ৮ থেকে ১০ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে। কানাডায় কারা কোন মাকেের্টর মালিক, লন্ডনে কাদের কী আছে আমরা জানিÑএরা কারা। জাতীয় রাজস্ব বোডের্ক (এনবিআর) বলব, তাদের তালিকা করুন।

তিনি বলেন, ভোটের প্রয়োজনীয়তা না থাকায় এবারের বাজেটে ভোটারদের জন্য কিছু রাখা হয়নি। ধনী ৫ শতাংশ মানুষ এখন নিবার্চনী প্রক্রিয়ার মধ্যে থাকে। তাদের জন্য বাজেটে বিশেষ সুবিধা দেয়া হয়েছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমাসর্ অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নিহাদ কবির বলেন, বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে। কোথায় যেন আস্থার অভাব আছে। তিনি মনে করেন, ব্যাংকগুলোকে সরকার নতুন করে তহবিল দিচ্ছে। এতে ব্যাংকগুলোর অদক্ষতাই প্রকাশ পায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অথর্ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশিষ্ট অথর্নীতিবিদ ও সিপিডির সাবেক বিশেষ ফেলো রওনক জাহান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে