মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

'ওষুধ দিলে তো লাভ হয় না আলস্নাহ আমাদের বাঁচাচ্ছে'

নতুনধারা
  ২১ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

ডেঙ্গু রোগীর সংখ্যা না কমায় ঢাকার দুই সিটি করপোরেশনের কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, 'প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ওষুধ দিলে তো লাভ হয় না। আলস্নাহ আমাদের বাঁচাচ্ছে।' বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

দুই সিটি করপোরেশনের কর্মীরা কখন কীভাবে কোন ওয়ার্ডে কী কাজ করছেন তা প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। এ ছাড়া ডেঙ্গু রোগীর সংখ্যা কত, তাও প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বলেছেন। ডেঙ্গু প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদি কী ধরনের পরিকল্পনা আছে, আজ তাও জানতে চাওয়া হয়েছে। আগামী সোমবার প্রতিবেদন জমা দেয়ার এবং শুনানির নতুন দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান আদালতকে বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই সিটি করপোরেশনকে টাকা দেয়া হয়েছে।' তখন হাইকোর্ট এই আইন কর্মকর্তার কাছে জানতে চান, 'যে টাকা দেয়া হয়েছে তা ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না, তা দেখা হচ্ছে কি না?'

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাইনুল জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে অস্থায়ী কর্মী নিয়োগ দেয়ার অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তর সিটি করপোরেশনকে ১ হাজার ৬২০ জন কর্মী এবং দক্ষিণ সিটি করপোরেশনকে ২ হাজার ২৫০ জন কর্মী নিয়োগ দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এই

তথ্য জানার পর আদালত এই আইন কর্মকর্তার কাছে জানতে চান, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো মনিটরিং টিম (পর্যবেক্ষণ দল) করা হয়েছে কি না?'

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, 'হ্যাঁ, একটা মনিটরিং টিম করা হয়েছে।' আদালত তখন বলেন, 'মনিটরিং কী করছে? রিপোর্ট কোথায়?'

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল তখন আদালতকে জানান, এডিস মশা নিয়ন্ত্রণে ওষুধ আনা হয়েছে। আদালত এই আইন কর্মকর্তার উদ্দেশে বলেন, 'তার মানে আপনারা স্বীকার করছেন, আগের ওষুধ অকার্যকর ছিল। আগের ওষুধ কখন থেকে কাজ করছে না, তা কবে জানলেন?' আদালতের এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি আইন কর্মকর্তা কাজী মাইনুল। আদালতকে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।

আদালত তখন বলেন, 'আপনি অ্যাকটিভ হলে তো হবে না। মশা নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হলো। তারা কী কাজ করছে? সবাই রাজা বাদশা হয়ে গেছেন।'

মশা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে আদালতকে জানিয়েছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা আদালতকে জানান প্রতিষ্ঠানটির একজন আইনজীবী। ১০ ধরনের অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি।

আদালত তখন এই আইনজীবীর উদ্দেশে বলেন, 'ওষুধ এনেছেন কি না? নতুন জনবল কী কাজ করছে? কোনো উন্নতি হয়েছে কি না?' এসব প্রশ্নের সরাসরি উত্তর পাননি আদালত। তখন আদালত ফের দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, 'ওষুধ মারার পর কার্যকর কী ফলাফল আসছে? আগের ওষুধে কি মশা মরছে। নাকি দক্ষিণের মশা উত্তরে যাচ্ছে। এটা টোটালি আপনাদের গাফিলতি। প্রতিদিনই নতুন করে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।'

দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীর বক্তব্য শেষ হওয়ার পর উত্তর সিটি করপোরেশনের আইনজীবী তৌফিক ইনাম আদালতে বক্তব্য দেন। মশা নিয়ন্ত্রণে কী কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, তা প্রতিবেদন দিয়ে জানান এই আইনজীবী। আদালতকে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হয়েছে। তবে আদালত উত্তর সিটি করপোরেশনের এই আইনজীবীর উদ্দেশে বলেন, 'ওষুধ দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। এই ওষুধ কী কাজ করছে?' তখন আইনজীবী তৌফিক এনাম আদালতকে জানান, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে।

আদালত তখন বলেন, 'উত্তর সিটি করপোরেশন তো আর সারাদেশে স্প্রে করছে না। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে। এর কারণ প্রকৃতি।'

তখন উত্তর সিটি করপোরেশনের এই আইনজীবী আদালতকে জানান, ঢাকায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মশা মারার ওষুধ আনা হয়েছে।

আইনজীবীর কাছ থেকে এমন তথ্য জানার পর আদালত বলেন, 'এই ওষুধ কী কাজ করছে?' উত্তর সিটি করপোরেশনের আইনজীবী আদালতকে বলেন, 'হ্যাঁ, এই ওষুধ কাজ করছে। ল্যাবরেটরির রিপোর্ট তাই বলছে।'

আদালত তখন বলেন, 'এই ওষুধে কাজ হচ্ছে কি না, তা জানা যাবে হাসপাতালে গেলে। হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হলে বোঝা যাবে ওষুধ কাজ করছে না। উত্তর সিটি করপোরেশন এলাকায় হাসপাতালের সংখ্যা কম। তার মানে এই নয় যে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগী বেশি।' ওষুধের কার্যকারিতা নিয়ে আদালত বলেন, 'আমরা এত কিছু দেখব না। হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী না এলে আমাদের কনসার্ন (উদ্বেগ) থাকবে না।'

তখন ফের উত্তর সিটি করপোরেশনের আইনজীবী আদালতের কাছে দাবি করেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। গাবতলী বাস টার্মিনালে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সেখানে স্প্রে করা হয়েছে। এই তথ্য জানার পর আদালত বলেন, 'এটা তো পাবলিক পেস্নস। এখন আপনারা নতুন নতুন জায়গা খুঁজে বের করছেন।' আদালত বলেন, 'সিটি করপোরেশনের জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে।'

উত্তর সিটি করপোরেশনের আইনজীবী আদালতকে জানান, প্রতিটি ওয়ার্ডে ৩০ জন কাজ করছেন। আদালত তখন বলেন, 'হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। এত দিন রেজাল্ট কোথায়?

আইনজীবী তৌফিক ইনাম জানান, যারা স্প্রে করছেন তাদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। আদালত বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য তদন্ত হওয়া দরকার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী মাইনুল হাসান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই সিটি করপোরেশনকে সাড়ে ৭ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

মশাবাহিত রোগ ছড়ানো বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা এক সপ্তাহের মধ্যে হলফনামা আকারে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে বিবাদীদের জানাতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63273 and publish = 1 order by id desc limit 3' at line 1