বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আস্থা অর্জনে পুলিশ নিয়োগে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নতুনধারা
  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজশাহী পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল -ফোকাস বাংলা

বদরুল হাসান লিটন, রাজশাহী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করার জন্য পুলিশ সদস্য নিয়োগে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার পুলিশ সদস্য নিয়োগ নিয়ে কোনো লোকও দুর্নীতি ও ঘুষ দেয়ার কথা বলতে পারেনি। আগামীতে এ পদক্ষেপে এগিয়ে যেতে হবে।'

রোববার পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'নবীন কর্মকর্তারা আজকে যারা প্রশিক্ষণ নিয়ে কাজে যাচ্ছেন, তাদের প্রতি আমার এটাই আহ্বান; সততা, নিষ্ঠা, একাগ্রতার সঙ্গে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমি মনে করি, পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় মনে রাখবে যে তারা জনগণের পুলিশ। কারণ জনগণের মাঝেই আপনাদের বাবা-মা, ভাইবোন, আত্মীয়, পরিবার-পরিজন। কাজেই তাদের কল্যাণ, তাদের শান্তি ও নিরাপত্তা দেয়া আপনাদের দায়িত্ব।'

প্রধানমন্ত্রী বলেন, 'আজকে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হয়েছে। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ইনশালস্নাহ আমরা গড়ে তুলব। তার জন্য দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা একান্ত অপরিহার্য।'

পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এবার যে পুলিশ বাহিনীতে পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে তাদের একটি লোকও দুর্নীতি বা ঘুষ দেয়ার কথা বলতে পারেননি। এত স্বচ্ছতার সঙ্গে যে এবার পুলিশ সদস্যদের নিয়োগ হয়েছে, সে জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। কারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জন করার জন্য এ পদক্ষেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আগামীতেও আপনারা এ পদক্ষেপে এগিয়ে যাবেন।'

প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাস, জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে বলেই আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি। সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এ মাদক অভিযান চলবে।'

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে। আর সেই সঙ্গে বাংলাদেশের মানুষ যাতে সেবা পায় সে জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আমরা নিয়োগ দিয়ে যাচ্ছি।

গত ১০ বছরে পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'বিপদে জনগণের বন্ধু; এভাবে নিজেকে গড়ে তুলবেন। সঠিকভাবে

\হদায়িত্ব পালন করবেন। সমস্ত কালো বিষয়গুলো যা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবেন।'

সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবতরণ করে। বেলা ১১টায় প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন কর্মকর্তাকে ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী।

এদের মধ্যে শ্রেষ্ঠ শুটার হিসেবে খায়রুল কবির, শ্রেষ্ঠ ফিল্ড পারফর্মার হিসেবে আব্দুলস্নাহ-আল-মামুন, বেস্ট হর্সম্যানশিপ হিসেবে সালাউদ্দিন, বেস্ট একাডেমিক হিসেবে সাইফুল ইসলাম খান এবং বেস্ট প্রবিশনার হিসেবে সালাহউদ্দিনকে ট্রফি দেয়া হয়। প্যারেডে ১৭ জন নারী অফিসারসহ ১১৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। তারা এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠান উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা পুলিশ একাডেমিতে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৪ আসনের এমপি প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67014 and publish = 1 order by id desc limit 3' at line 1