মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্সের সমাপনী

নতুনধারা
  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ কর্তৃক আয়োজিত এবং বিইউপি গেস্নাবাল অ্যাফেয়ার্স কাউন্সিল কর্তৃক পরিচালিত ইউনিলিভার বাংলাদেশ এর সহযোগিতায় 'বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০১৯' এর তিন দিনব্যাপী সম্মেলন পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বিইউপির 'বিজয় অডিটোরিয়ামে' অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এবং ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. সিদ্দিকুল আলম শিকদার এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিইউপিতে মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০১৯ এ বাংলাদেশসহ পঁচিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে