বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

কক্সবাজারে টেকনাফের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদককারবারি নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। নিহত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

নিহতরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চরপাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া, প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার কেফায়েত উলস্নাহ ছেলে আজিম উলস্নাহ (৪৬)।

আহতরা হলেন- কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনস্টেবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর।

\হটেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার সন্ধ্যার দিকে টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি জিয়াবুল হক বাবুলকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার ভোর রাতে একদল পুলিশ হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে তাদের গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তির দলের লোকজন পুলিশের উপর গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ানসহ চার পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও অপর সহযোগী আজিম উলস্নাহকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপেস্নক্সের নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১টি সুটার গান ৫টি দেশীয় এলজি, ৩৬ রাউন্ড তাজা গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71614 and publish = 1 order by id desc limit 3' at line 1