শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
কমনওয়েলথ মহাসচিবকে প্রধানমন্ত্রী

গণতন্ত্র সুসংহত করতে কাজ করছে সরকার

যাযাদি রিপোটর্
  ১০ আগস্ট ২০১৮, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কাযার্লয়ে বৃহস্পতিবার কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি সাক্ষাৎ করেন Ñফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশে গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন কমর্কাÐ ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওয়ের কাযার্লয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেসসচিব ইহসানুল করিম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছি।’ এ সময় কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নে তার সংস্থা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনা বলেন, দেশে বিগত সাড়ে ৯ বছরে উপনিবার্চনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পযার্য় প্রায় ৬ হাজারেরও বেশি নিবার্চন হয়েছে। তিনি বলেন, ‘এসব নিবার্চন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।’

সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সফলভাবে এই সামাজিক ব্যাধি মোকাবেলা করেছে। তিনি বলেন, ‘আমরা সব শ্রেণি- পেশার মানুষকে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। আমাদের সন্তানরা যাতে সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখছি।’

রোহিঙ্গা সমস্যা সম্পকের্ শেখ হাসিনা বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের চাষাবাদের জমিগুলো রোহিঙ্গা শরণাথীর্রা নেয়ায় স্থানীয়রা অবণর্নীয় দুভোের্গর মুখে পড়েছে। তিনি জলবায়ু পরিবতের্নর বিষয়কে তার সরকারের একটি উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, একেবারে তৃণমূল পযার্য় থেকে নারীর ক্ষমতায়ন করা হয়েছে এবং এই নারী সমাজের একটি বড় অংশ দেশের আথর্-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি বলেন, ‘আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারী-পুরুষ নিবিের্শষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করছি।’ দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের জিডিপির প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ৭৮ শতাংশে উপনীত হয়েছে এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। সরকারের বিভিন্ন সময়োচিত পদক্ষেপের কারণেই তা সম্ভব হয়েছে, বলেন তিনি।

কমনওয়েলথ মহাসচিব বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণাথীের্ক আশ্রয় দেয়াকে এ সময় বাংলাদেশের জন্য এক বিরাট বোঝা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুলসংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করে মহান মানবতাবোধের পরিচয় দিয়েছেন।’

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটানোর আহŸান জানিয়ে বলেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে ব্যবসা ক্ষেত্রের বাধাসমূহ কমিয়ে আনা প্রয়োজন এবং এসএমই নেটওয়াকর্ জোরদার করার জন্য কানেকটিভিটির সম্প্রসারণ ঘটাতে হবে।

তিন দিনের সফরে বুধবার কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7338 and publish = 1 order by id desc limit 3' at line 1