logo
  • Mon, 22 Oct, 2018

  খাগড়াছড়ি প্রতিনিধি   ১১ আগস্ট ২০১৮, ০০:০০  

চবি শিক্ষাথীের্দর বাস উল্টে নিহত ১

খাগড়াছড়ির সদর উপজেলায় বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ যাত্রী। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীর্।

শুক্রবার সকালে উপজেলার আলুটিলা নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মো. হাফিজুল্লাহ (৬৭) পেশায় একজন মাছের পোনা বিক্রেতা। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মো. সাহাদাৎ হোসেন সকালে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষাথীের্ক নিয়ে ‘কিরণ-বণির্তা’ নামে লক্কড়ঝক্কড় লোকাল বাসটি খাগড়াছড়ি আসছিল। পথে সেই বাসটির ছাদে মাছের পোনাসহ ব্যবসায়ী হাফিজুল্লাহকে তোলা হয়।

বেপরোয়া গতিতে আসা বাসটি খাগড়াছড়ির প্রবেশমুখ আলুটিলা পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে, বলেন ওসি।

ঘটনার পরপর ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সহায়তায় আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভতির্ করা হয়েছে।

গাড়িটি আটক করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে