বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝড় বুলবুলের সঙ্গে মিলিয়ে নাম রাখা হলো বুলবুলি

নতুনধারা
  ১২ নভেম্বর ২০১৯, ০০:০০
মা হুমায়রা বেগমের সঙ্গে ঘূর্ণিঝড় বুলবুলের সময় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে জন্ম নেয়া বুলবুলি -যাযাদি

যাযাদি ডেস্ক

বুলবুলি আক্তার বন্যা। উপকূলের কলাপাড়া উপজেলার মানুষ যখন নিজ নিজ জানমাল রক্ষায় ব্যস্ত, তখন তার জন্ম। শনিবার দুপুর দেড়টার দিকে পৃথিবীতে তার আগমন। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতও আসন্ন। তাই ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয় বুলবুলি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোলজুড়ে এসেছে ফুটফুটে এ কন্যা সন্তান। মা ও নবজাতক ভালো আছে। তারা কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকার এক প্রধান শিক্ষকের বাড়িতে আশ্রয়ে আছেন।

নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন বলেন, 'আমি খবর পাই নীলগঞ্জ আবাসনে এক মা কন্যা সন্তান প্রসব করেছে। এ খবর পেয়েই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি গরিব পরিবার। আবাসনের ভাঙা ঘর। নেই তেমন সুব্যবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরও নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।'

নাম রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, 'ঘূর্ণিঝড় বুলবুল এ উপকূলের ওপর দিয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সে কারণে ঝড়ের সঙ্গে মিল রেখে ওর মায়ের সঙ্গে আলাপ করে নামটি রাখি।'

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। আবুল কালামের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লাইগ্যা সবাই দোয়া করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75168 and publish = 1 order by id desc limit 3' at line 1